X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সেরা ঔষধের’ খোঁজে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮

অনুশীলনে বার্সেলোনা ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে উঠতে মঙ্গলবার (আজ দিবাগত রাতে) বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জিততে চায় বার্সা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবারের ক্লাসিকোয় শেষ মুহূর্তের গোলে ড্রর পর সমালোচনা শুনতে হচ্ছে বার্সেলোনাকে। লা লিগায় পয়েন্ট ব্যবধান ছয়ে থাকায় কেউ কেউ তাদের শিরোপার স্বপ্নে ইতি টেনেছেন। কিন্তু এখনই হাল ছেড়ে দিচ্ছে না দলের কেউ। কাতালান জায়ান্টদের কোচ লুইস এনরিকে তার খেলোয়াড়দের পাশেই আছেন। মেসি-সুয়ারেসরা সঠিক পথে আছেন বিশ্বাস তার। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে ‘সেরা ঔষধের’ দেখা পেয়েছেন বার্সা কোচ। কিন্তু সেটা পেতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জিততে হবে বলেছেন এনরিকে। অর্থাৎ একটি জয় বদলে দিতে পারে এখনকার বেহাল চিত্র।

ন্যু ক্যাম্পে গ্ল্যাডবাখের বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘তাদের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। প্রত্যেক খেলায় খেলতে প্রস্তুত এই দল। মাঝেমধ্যে হয়তো ফল অনেক ভালো বা খারাপ হয়, কিন্তু অন্যভাবে এগুলোকে দেখা বিপজ্জনক। আমি মনে করি না খেলোয়াড়দের মধ্যে জয়ের মনোভাবের অভাব আছে।’ অবশ্য সমালোচনায় কান দিতে চান না বার্সা কোচ। ইউরোপীয় লড়াইয়ে মাঠে নেমে সব সমালোচনার জবাব দেওয়ার অপেক্ষায় এনরিকে। যদিও চ্যাম্পিয়নস লিগে গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটি নিশ্চিত হয়েছে। তারপরও ভক্ত-সমর্থকদের মনে খুশির জোয়ার বয়ে দিতে ‘গুরুত্বহীন’ এই ম্যাচকেও গুরুত্ব দিচ্ছে বার্সা।

সব সমস্যার সমাধানে এই ম্যাচ জেতা দরকার মনে করছেন এনরিকে, ‘আপনার অসুখ সারানোর জন্য সেরা ঔষধের দরকার হয়। তেমনই জয় সব সমস্যার সমাধান করে, এটা প্রত্যেকে জানে। খেলোয়াড়দের মনোবলের জন্য জয় পাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জন্য নয়।’ এনরিকে আরও জানান, ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ বলে ভালো খেলে জেতার চেষ্টা থাকবে তার দলের মধ্যে। -ইএসপিএনএফসি

বার্সেলোনা-বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় সরাসরি দেখা যাবে টেন স্পোটর্স চ্যানেলে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান