X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাউকে দায় দিচ্ছেন না তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৩১

তামিম ইকবাল এলিমিনেটর খেলে চলতি আসর থেকে বিদায় নিতে হয়েছে চিটাগংকে। যদিও বিপিএলে সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে ও সেরা বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে তাদের দুই ক্রিকেটার। 
রাজশাহী কিংসের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে বিপিএল থেকে বিদায় নিতে হলো চিটাগং ভাইকিংসকে। এভাবে বিদায় নিয়ে ভীষণ হতাশ চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবাল। যদিও নির্দিষ্ট কোনও খেলোয়াড়কে দায় দিলেন না তিনি, ‘এখন আসলে টুর্নামেন্ট শেষ। বলার আসলে অনেক কিছুই আছে। তবে এই সময়ে কাউকে কোনও দোষ দিয়ে লাভ নেই। আমি কালকেও (সোমবার) কথাটা বলেছিলাম যে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, খেলোয়াড়দের নিয়ে আমি অনেক গর্বিত।’

শেষ ৫ ওভারে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় চিটাগংয়ের স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা পড়েনি। তামিম মনে করেন ব্যাটিংয়ে তারা ২০ রান কম করেছেন, ‘টার্নিং পয়েন্ট এখানে অনেকগুলোই থাকতে পারে। কাউকে ব্যক্তিগতভাবে পয়েন্ট আউট করে দেওয়া আমি মনে করি না ঠিক হবে। গ্রুপ হিসেবে আমরা হয়তো ব্যাটিং আরেকটু ভালো করতে পারতাম। আমরা ব্যাটিংয়ে ২০ রান কম করেছি, বোলিংয়েও কিছু ভুল হয়েছে। দিন শেষে এটাই বলব যে, খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

এলিমিনেটর খেলে চলতি আসর থেকে বিদায় নিতে হয়েছে চিটাগংকে। যদিও বিপিএলে সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে ও সেরা বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে তাদের দুই ক্রিকেটার। তামিম ৪৭৬ রান করেছেন। তার ধারে কাছেও কেউ নেই। এছাড়া বোলিং বিভাগে ১৯  উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার মোহাম্মদ নবী।

তবে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হওয়া স্বত্তেও দল হিসেবে শিরোপা না জেতায় হতাশ তামিম, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের কথা যদি বলেন আমি খুশি। টুর্নামেন্টে যেভাবে খেলেছি, রান প্রায় ৪০০’র উপরে। এটি অসাধারণ। যে ধরনের ব্যাটিং আমি করেছি, খুশি। তবে দিন শেষে রানগুলো যদি দলকে জেতাতে সাহায্য না করে এটার কোনও মূল্য নেই। যদি আরও ১০ ভাগ বেশি ভালো করতাম! আজকে আমি আরও একটু ভালো খেললে হয়তো ১০ রান বেশি হতো।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!