X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফাইনালে যেতে খুলনার চাই ১৪১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৫০

 

মাহমুদউল্লাহর ব্যাটিং বিপিএলের ফাইনালে সরাসরি যাওয়ার জন্য খুলনা টাইটানসের প্রয়োজন ১৪১ রান। প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বল হাতে নিয়ে ঢাকা ডায়নামাইটসকে ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রানে থামিয়ে দিয়েছে খুলনা। 

পাকিস্তানি পেসার জুনায়েদ খানের দুর্ধর্ষ ওপেনিং স্পেলে প্রত্যাশ্যামতো শুরু করে খুলনা। দ্বিতীয় ওভারে নিজের করা প্রথম বলটি তিনি আউট সুইং করান। অফ স্ট্যাম্পের বাইরে ওই বলটি তাড়া করে মাত্র ৭ রানে উইকেটরক্ষক নিকোলাস পুরানের গ্লাভসে বল জমা দেন ওপেনার মেহেদি মারুফ।

এরপর শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার বিদায় ঘণ্টা বাজান জুনায়েদ। তার একটি শর্ট বলে পুল করেন সাঙ্গাকারা, কিন্তু পায়নি তার প্রত্যাশিত গতি। ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো নাঈম ইসলাম জুনিয়র সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন। বড় ম্যাচে বড় স্কোর দলকে দিতে পারলেন না সাঙ্গাকারা (৯)।

ঢাকার ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস মেরেই খেলছিলেন, তারও হলো ধৈর্য্যচ্যুতি। জুনায়েদের তৃতীয় শিকার হওয়ার আগে তিনি বলের লাইনে না গিয়ে করলেন হাঁটু গেড়ে পুল। ব্যাটের ওপরের কানায় লেগে বল খাঁড়া উঠে যায়, দৌড়ে এসে বল গ্লাভসবন্দি করেন পুরান। ৮ বলে ১১ রান করেন লুইস।

সাঙ্গাকারা ও লুইস বাজে শট খেলে বিদায় নেওয়ার পর একই ধারায় নিজের পতন ডাকেন নাসির হোসেন। ১৬ বলে ১৩ রান করার পর আন্দ্রে ফ্লেচারের লেগ ব্রেকে সামনে এসে মারতে গিয়ে তিনি লং অনে ক্যাচ তুলে দেন। শুভাগত হোম ক্যাচ নিতে ভুল করেননি।  

অধিনায়ক সাকিব আল হাসান দৃঢ়প্রত্যয়ী ছিলেন যে অন্তত উইকেট বিসর্জন দেবেন না। তবে ফ্লেচারের বলে স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে সাকিব দেখেন- বল চলে গেছে বোলারের হাতে। ১৮ বলে ১৮ রান করেছিলেন তিনি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারা অব্যাহত থাকে কিছুক্ষণ পর মোসাদ্দেক হোসেন (৮) রান আউট হলে। ভুল বোঝাবুঝিতে রাসেল ও মোসাদ্দেক দুজনেই গিয়ে দাঁড়ান  স্ট্রাইকিং প্রান্তে। মোশাররফ রুবেল বোলার্স এন্ডের বেলস ফেলে দিলে মোসাদ্দেক ধরেন উল্টো পথ। 

এরপর দুই ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় রাসেল ও ডোয়াইন ব্রাভোর ইনিংসে স্বস্তির নি:শ্বাস ফেলে ঢাকা। প্রথম থেকেই মারমুখী ছিলেন রাসেল। তাকে থামানোর কোনও পথ খুঁজে পাচ্ছিল না খুলনা। ২৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কার মারে ৪৬ রান করার পর বেনি হাওয়েলের বলে ডিপ মিড উইকেটে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাসেল। 

শেষ ওভারে জুনায়েদ মাত্র দুটি রান, পঞ্চম বলে ২২ বলে ২৩ করা ব্রাভোকে করেন বোল্ড। জুনায়েদের ৪-০-২৪-৪ এর চমৎকার বোলিং নৈপুণ্যে উজ্জীবিত হয়েই ব্যাট করার প্রস্তুতি নিতে মাঠ ছাড়ে খুলনা।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়