X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চেন্নাইয়ে ভারতের শেষ টেস্ট নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:০২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:১২

চেন্নাইয়ে ভারতের শেষ টেস্ট নিয়ে সংশয়  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে চেন্নাই টেস্ট নিয়ে সংশয়।

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়! না এবার আর লোধা প্যানেল জটিত ঝামেলা নয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জনপ্রিয় এই নেত্রীর মৃত্যুতে ইতোমধ্যেই সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া রঞ্জি ট্রফির ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন আনা হয়েছে।

সেই ধারাবাহিকতায় চেন্নাইয়ে এই টেস্টটি হওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বোর্ডের সচিব অজয় শিরকে জানিয়েছেন আয়োজক অ্যাসোসিয়েশনের কাছ থেকে ইতোমধ্যেই এ ব্যাপারে মতামত জানতে চেয়েছেন তারা। আর সেখানকার সার্বিক অবস্থা কাছ থেকে দেখা হচ্ছে। তাই এখনও ভেন্যু নিয়ে বদলি কোনও চিন্তা তারা মাথায় আনেনি।

সিদ্ধান্ত না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিরকে বলেছেন, ‘সিদ্ধান্তটি পুরোপুরি স্পর্শকাতর। আমরা সবকিছুতেই খেয়াল রাখছি। ওদের অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছি। ওখানকার জনগণের মন-মানসিকতার বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এর ভিত্তিতেই পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

যদিও এ ব্যাপারে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা টেস্টটি হোস্ট করতে তৈরি। কারণ ম্যাচটি হবে ১৬ ডিসেম্বর। এই সময়ের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে দেখে এখনও টেস্ট আয়োজনে ইতিবাচক আছে তামিলনাড়ু। যদিও পরিস্থিতি বুঝা যাবে রাজ্যের শোক পালনের পরেই!-ক্রিকইনফো।

/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে