X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রিয়াল-ডর্টমুন্ডের ‘ফাইনাল’

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২

অনুশীলনে রোনালদো দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হবে তাদের মুখোমুখি লড়াইয়ে। ডর্টমুন্ড না হারলেই নিশ্চিত করবে শেষ ষোলো। বিপরীতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে জয় ছাড়া কোনও পথ খোলা নেই রিয়ালের সামনে।

গ্রুপ পর্বের লড়াই শেষ হয়নি এখনও, ফাইনাল তাই দূরের বাতিঘর। অথচ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিকে কিনা জিনেদিন জিদান বলছেন ‘ফাইনাল’! রিয়াল মাদ্রিদ কোচের কথায় যুক্তিও আছে, সান্তিয়াগো বার্নাব্যুর আজ রাতের (বুধবার দিবাগত রাত) এই ম্যাচের ফলেই যে নির্ধারণ হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন।

বার্নাব্যুর লড়াইয়ে আগে অবশ্য এগিয়ে আছে ডর্টমুন্ড। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে তারা ‘এ’ গ্রুপের শীর্ষে। ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রিয়াল। দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হবে তাদের মুখোমুখি লড়াইয়ে। ডর্টমুন্ড না হারলেই নিশ্চিত করবে শেষ ষোলো। বিপরীতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে জয় ছাড়া কোনও পথ খোলা নেই রিয়ালের সামনে।

গ্রুপ পর্বের তাদের প্রথম লেগে সিগনাল ইডুনা পার্ক থেকে রিয়াল ফিরেছিল ২-২ গোলের ড্র করে। দুইবার পিছিয়ে পড়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল ডর্টমুন্ড। চলতি মৌসুমে তাই একই জায়গা থেকে নামতে যাচ্ছে তারা বার্নাব্যুতে। যেখানে উত্তেজনাকর এক ম্যাচই অপেক্ষা করছে ফুটবল বিশ্বের জন্য। রিয়াল যেমন জিতে চ্যাম্পিয়ন হয়ে যেতে চাইবে পরের রাউন্ডে, তেমনি এগিয়ে থাকা ডর্টমুন্ড সুযোগটা নষ্ট করতে চাইবে না কিছুতেই। গুরত্বপূর্ণ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের বেলুন উড়ছে রিয়ালের। ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারতে বসা ম্যাচ ড্র করে নামতে যাচ্ছে তারা চ্যাম্পিয়নস লিগে।

‘এইচ’ গ্রুপ থেকে জুভেন্টাস নিশ্চিত করেছে পরের রাউন্ড। বুধবার রাতে চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ঘরের মাঠে নামবে তারা ডিনামো জাগরেবের বিপক্ষে। এই গ্রুপে লড়াইটা হবে তাই সেভিয়া-অলিম্পিক লিওঁর মধ্যে। ১০ পয়েন্ট নিয়ে সেভিয়া এগিয়ে থাকলেও ৩ পয়েন্ট পিছিয়ে থাকা লিওঁর সুযোগও আছে যদি স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারাতে পারে বড় ব্যবধানে। মার্কা

/কেআর/

  • রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে সরাসরি দেখা যাবে টেন টু চ্যানেলে।
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া