X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেন ওয়ার্নের কাছে পরামর্শ চাইবেন তানভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ২০:১৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২০:২৩

শেন ওয়ার্নের কাছে পরামর্শ চাইবেন তানভীর

অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের কাছে টিপস নিতে চান তানভীর।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচে চার উইকেট নিয়েছিলেন রংপুরের লেগ স্পিনার কাম ব্যাটসম্যান তানভীর হায়দার।  আর তাতেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নজরে পড়ে যান।  পুরস্কার হিসেবে নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত দশ দিনের ক্যাম্পে সুযোগ পেয়েছেন তিনি।

সুযোগ পেয়ে তানভীর জানালেন অস্ট্রেলিয়ায় ক্যাম্পে গিয়েই খুঁজে বের করেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নকে। তাকে দেখার স্বপ্নটা পূরণ করতে চান বাংলাদেশের এই লেগ স্পিনার। শুধুই দেখা পাওয়া নয়, তার কাছে থেকে টিপসও নেওয়ার পরিকল্পনা তানভীরের, ‘তার সঙ্গে আমার দেখা হলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। টিম ম্যানেজমেন্টকে বলবো, তারা যাতে ব্যবস্থা করে দেয় আমার জন্য। তাহলে খুব উপকার হবে। আমি চেষ্টা করব যতকিছু তিনি জানেন সেগুলো জেনে নিতে।’

বাংলাদেশের এই লেগ স্পিনার আরও যোগ করে বলেছেন, ‘শেন ওয়ার্ন পাঁচ-ছয় রকমের বোলিং করতে পারেন। আমি তিন-চার রকম পারি। আমার ম্যাচ টেম্পারম্যান্ট বেশি দরকার। তিনি ম্যাচে কীভাবে থাকতেন, বোলিং করার প্ল্যান কী থাকতো, ফিল্ডিং কীভাবে সেট করতেন- সেগুলো তার কাছ থেকেই আমার শোনার ইচ্ছে।’

২০০৫ সালের দিকে ক্রিকেটে হাতেখড়ি তানভীরের। রংপুরের স্থানীয় ক্লাবের হয়ে অল্প বয়সেই খেলার সুযোগ আসে মামাতো ভাইয়ের সৌজন্যে। এরপর রংপুর অনূর্ধ্ব-১৩ দলে সুযোগ পান। ২০০৭ সালের শুরুতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ট্রায়াল দিয়েই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে যান। ওখানে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলেন। পরের বছর বিকেএসপি থেকে প্রিমিয়ার লিগও খেলে ফেলেন। পরবর্তীতে বিসিবি একাডেমির হয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ফোকাসে চলে আসেন।

তানভীরের বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন হাথুরুসিংহে। মুগ্ধ হয়ে তানভীরকে কিছু কথাও বলেন টাইগার কোচ। তানভীরের মুখেই শুনুন সেসব, ‘হাথুরুসিংহে বলেছেন -তোমার বোলিং আমার ভালো লেগেছে। তোমার আরও ইনটেনসিটি বাড়াতে হবে। উপমহাদেশে খেললে ২০-২৫ ওভার বোলিং করতে হবে। তোমার এই ইনটেনসিটি ফিটনেস আনতে হবে। আর অ্যাকুরিসি বাড়াতে হবে।’

ভালো কিছু করার পরিকল্পনা নিয়েই আগামী ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিমানে চড়বেন তানভীর হায়দার।  কী সেই পরিকল্পনা? তানভীরের ভাষায়, ‘যে কোনও উইকেটে যে কোনও কন্ডিশনে বল জায়গা মতো করতে পারলে সফল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমার লক্ষ্য তেমনই। ওখানে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

ক্যারিয়ারে ৪৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে তানভীর হায়দারের রান সংখ্যা ৬ সেঞ্চুরি ও ১০ হাফসেঞ্চুরিতে ২ হাজার ২০৯। অন্যদিকে চারবার ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা ৮৪টি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৪৩টি ম্যাচ। ৬৬৩ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ১৪টি। তুলনামূলক লংগার ভার্সন ক্রিকেটেই তিনি কার্যকর ভূমিকা পালন করেন। এছাড়া ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম