X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শফিউলের ইনজুরিতে ভাগ্য খুললো কামরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ২০:৪০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২১:০৬

শফিউলের ইনজুরিতে ভাগ্য খুললো কামরুলের
পেসার শফিউল ইনজুরিতে ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন দুটি টেস্ট খেলা কামরুল ইসলাম রাব্বি।
শফিউলের ইনজুরি- ভাগ্য খুলে দিল চলতি আসরে বরিশাল বুলসের হয়ে খেলা কামরুল ইসলাম রাব্বির। নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন দুটি টেস্ট খেলা কামরুল ইসলাম রাব্বি। আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চড়বেন তরুণ এই পেসার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেছেন বিষয়টি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা শফিউলের বদলি ক্রিকেটার হিসেবে কামরুল ইসলাম রাব্বিকে চূড়ান্ত করেছি। হয়তো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সে (কামরুল) থাকবে। এর মধ্যে যদি শফিউল সুস্থ হয়ে উঠে, তাহলে টেস্ট সিরিজের জন্য শফিউলকে পাঠানো হতে পারে।’

এদিকে শফিউলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শফিউলের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-২ স্টেইন ইনজুরি হয়েছে। আপাতত তাকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। মাঠে ফিরতে ফিরতে বেশ খানিক সময় লেগে যাবে। এমআরআই রিপোর্ট দেখে যা মনে হচ্ছে তাতে করে নিউজিল্যান্ড সিরিজে ওর খেলার সম্ভাবনা ক্ষীণই বলা চলে।’

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছর জানুয়ারিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম বারের মতো জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পান কামরুল ইসলাম রাব্বি। কিন্তু অভিষেক হয়নি বলে আক্ষেপে পুড়েছিলেন তখন।

অবশষে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টে অভিষেক হয় তার। এদিন সাবেক ক্রিকেটার ও বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন তার মাথায় টেস্ট ক্যাপটি পড়িয়ে দেন। অবশ্য খুব বেশি বল করার সুযোগ হয়নি তরুণ এই পেসারের। দুই টেস্ট মিলে মাত্র ১১৪ বল করেছেন। পেয়েছেন মাত্র একটি উইকেট।

এর আগে ২০০৭ সালে কামরুল ইসলাম তার বড় ভাইয়ের উৎসাহে নাম লিখিয়েছিলেন পেসার হান্টে। যদিও ক্রিকেটে খু্ব একটা মনোযোগী হয়ে উঠতে পারেননি। কিন্তু ২০০৯ সালে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েই কামরুল ইসলামের ধ্যান-জ্ঞান হয়ে উঠে ক্রিকেট। সেখান থেকেই শুরু তার ক্রিকেটার হয়ে উঠার গল্প। ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রাব্বির সঙ্গে খেলেছিলেন এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মমিনুল হক, সাব্বির রহমান।

৪৯টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রাব্বির উইকেট সংখ্যা ১০৪টি। অন্যদিকে ৪৪টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট সংখ্যা ৬৯টি। ১৪টি টি-টোয়েন্টি খেলে উইকেট সংখ্যা ১২টি। এছাড়া চলতি বিপিএলে ৮ ম্যাচে বরিশাল বুলসের হয়ে নিয়েছেন ৭ উইকেট।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা