X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুশফিকের ‘নেতৃত্বে’ অস্ট্রেলিয়া যাচ্ছেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:০২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:১২

মুশফিকের ‘নেতৃত্বে’ অস্ট্রেলিয়া যাচ্ছেন যারা অস্ট্রেলিয়ার উদ্দেশে বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুশফিকের নেতৃত্বে প্রথমে উড়াল দেবে ১১ সদস্যের দল। বাকিরা শনিবার বিকালের ফ্লাইটে যাবেন সিডনিতে।

সিডনিতে ৮ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মুশফিক-সাকিবরা। এরপর সেখান থেকে যাবেন নিউজিল্যান্ডে। তার আগে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বে খেলোয়াড়রা। আসলে বিপিএলের ফাইনালের কারণেই একসঙ্গে যাওয়া হচ্ছে না ২২ সদস্যের স্কোয়াডের।

অস্ট্রেলিয়ার উদ্দেশে বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুশফিকের নেতৃত্বে প্রথমে উড়াল দেবে ১১ সদস্যের দল। বাকিরা শনিবার বিকালের ফ্লাইটে যাবেন সিডনিতে। মূলত ঢাকা-রাজশাহীর হয়ে খেলা ক্রিকেটাররা, যারা ২২ সদস্যের দলে আছেন, তারাই যাবেন শনিবার রাতের ফ্লাইটে। যদিও চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই অধিনায়ক যথাক্রমে তামিম ইকবাল ও মাশরাফি বিন মতুর্জা বিশ্রাম পেলেও তারা শনিবার রাতের ফ্লাইটেই উঠবেন। তাদের সঙ্গে যোগ হবেন মুস্তাফিজুর রহমান। 

ক্যাম্প শেষে সিডনিতে একটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগের দুই দল সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্স। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একমাত্র এক দিনের প্রস্তুতি ম্যাচটি বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের সঙ্গে ১৪ ডিসেম্বর। এ ম্যাচটি হবে থান্ডার্সের হোম গ্রাউন্ড সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে। 

মুশফিকের নেতৃত্বে যারা যাচ্ছেন তারা হলেন-মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শুভাগত হোম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিষ রায়, রুবেল হোসেন ও এবাদত হোসেন।

এছাড়া রাজশাহী কিংসের হয়ে খেলা মমিনুল হক, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ; ঢাকার হয়ে খেলা সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তানভীর হায়দার যাবেন শনিবার রাতের ফ্লাইটে।

প্রসঙ্গত, এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না