X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

নেলসনের ছন্দ ধরে রাখতে চান তাসকিন

রবিউল ইসলাম
০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:২৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৮

কিউইদের বিপক্ষে ছন্দ ধরে রাখতে চান তাসকিন
বৃহস্পতিবার রাতে ১২ সদস্যের একটি দল সিডনির উদ্দেশে বাংলাদেশ ছাড়বে। এই দলে আছেন তাসকিনও।
গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা হয়েছিল তাসকিনের।  ওমন সিমিং উইকেটে প্রথম খেলাতেই হংকংয়ের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠেন বাংলাদেশের এই পেসার। ওই ম্যাচে ৭ ওভার বল করে ৪৩ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। যদিও নিউজিল্যান্ডে আরও একটি ম্যাচে ২২ গজে নেমেছিলেন তিনি।  কিন্তু হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে তাসকিন অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি।

নিউজিল্যান্ড সিরিজে তাসকিনের জন্য অবশ্য একটি ভেন্যু কমন পড়েছে! আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। যার মধ্যে দুটি ওয়ানডে হবে নেলসনে। একটি ওয়ানডে অবশ্য ক্রাইস্টচার্চে। এছাড়া একটি টি-টোয়েন্টি নেপিয়ারে হলেও দুটি হবে মাউনগানুইতে। এছাড়া দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ওয়েলিংটন ও অন্যটি ক্রাইস্টচার্চে।

বৃহস্পতিবার রাতে ১২ সদস্যের একটি দল সিডনির উদ্দেশে বাংলাদেশ ছাড়বে। এই দলে আছেন তাসকিনও। দেশ ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে তাসকিন বলেছেন, ‘নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা আমার রয়েছে। আশা করি অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে পারব। গত বিশ্বকাপে নেলসনে যেভাবে বোলিং করেছিলাম, সেই ধারাটা পুরো সফরেই রাখবো বলে আত্মবিশ্বাসী।’

তাসকিনের আত্মবিশ্বাসটা আরও বেশি হওয়ার যথেষ্ট কারণও আছে। কেননা তাসকিন যখন বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। তখন মাত্র শুরু হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মাত্র তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনও ম্যাচ খেলতে বিদেশ সফরে যান তাসকিন। কিন্তু গত দেড় বছরে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলে নিজের বোলিংয়ের ধারটা আরও বাড়িয়ে নিতে পেরেছেন।  আর তাইতো তার বিশ্বাস সেই অভিজ্ঞতাগুলো নিউজিল্যান্ড সফরে কাজে লাগাতে পারবেন, ‘আগের চেয়ে কিছুটা হলেও অভিজ্ঞ হয়েছি। বিপিএলে অনেক বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। আমার বিশ্বাস আগের চেয়ে আরও ভালো বোলিং করতে পারব। তাছাড়া সিমিং কন্ডিশনে কিছুটা হলেও সুবিধা থাকবে আমার। সবমিলিয়ে সত্যিই আমি আত্মবিশ্বাসী ভালো বোলিং করার ব্যাপারে।’

দেশ ছাড়ার আগে নিজের ব্যক্তিগত লক্ষ্য কী জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজ যেহেতু ভিন্ন কন্ডিশনে; যত তাড়াতাড়ি পারব মানিয়ে নেওয়ার চেষ্টা করব। যেন ভালো কিছু করতে পারি। আমার স্বপ্ন নিউজিল্যান্ডে এমন একটি স্পেল করতে চাই, যাতে করে বাংলাদেশ আমার বোলিংয়ে জয়ী হতে পারে।’

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পটা দারুণ কার্যকর হবে বলে মনে করেন তাসকিন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগে এই ক্যাম্পটা আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আমার বিশ্বাস এই কারণে আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার সম্ভাবনা বেশি থাকবে। সবমিলিয়ে শেষ পর্যন্ত যদি ফিট থাকি, আমি ভালো করার ব্যাপারে আশাবাদী।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গুলশান লেক থেকে কোটি কোটি মশা বেরিয়ে গেছে’
‘গুলশান লেক থেকে কোটি কোটি মশা বেরিয়ে গেছে’
৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা
৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার