X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার দাবায় সমানে সমান তিন বড় দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২০:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২০:৪৬

প্রিমিয়ার দাবায় সমানে সমান তিন বড় দল ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের তৃতীয় রাউন্ড শেষে  সম্মিলিতভাবে  পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে শিরোপাধারী শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী দাবা দল।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত খেলায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে  সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে এবং নৌবাহিনী  ৩-১ পয়েন্টে গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

শেখ রাসেল মেমোরিয়ালের পক্ষে রাশিয়ান গ্র্যান্ড মাস্টার বরিস গ্রাচেভ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, তাজিকিস্তানের গ্র্যান্ড মাস্টার এমোনাটভ ফারুক ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল যথাক্রমে সুলতানা কামাল পাঠাগারের কাজী মো. মাহবুব আফজাল, অভিক সরকার, আব্দুল্লাহ আল সাইফ ও ফয়সাল হোসেনকে পরাজিত করেন।

সাইফ স্পোর্টিংয়ের পক্ষে চীনের গ্র্যান্ড মাস্টার বু জিয়াংজি, রাশিয়ান গ্র্যান্ড মাস্টার আলেক্সি গোগানভ, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে সোনালী ব্যাংকের এস,এ,এম, নাসের, মো. আবু হানিফ,ফিরোজ আহমেদ ও মতিউর রহমান মামুনকে হারিয়ে দেন। 

বাংলাদেশ নৌবাহিনী দাবা দল গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে ৩-১ পয়েন্টে পরাজিত করে। গোল্ডেন স্পোটির্ংয়ের তাহসিন তাজওয়ার জিয়া গত রাউন্ডে তার বাবা গ্র্যান্ড মাস্টার জিয়ার সঙ্গে ভালো খেলে হেরে গেলেও এ রাউন্ডে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সঙ্গে ড্র করেন। একই দলের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নাজরানা খান ইভা ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেছেন। নৌবাহিনীর পক্ষে  আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও মো. শরীফ হোসেন যথাক্রমে গোল্ডেন স্পোর্টিংয়ের ফিদে মাস্টার ইউনুস হাসান ও মো. ফরহাদুর রহমান সাবাবের বিপক্ষে জিতে যান।

অন্যান্য খেলায় তিতাস ক্লাব লিওনাইন চেস ক্লাবের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  স্পোর্টিস ক্লাব  মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে ৩-১ পয়েন্টে পরাজিত করে।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি