X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০২২ সাল পর্যন্ত সুয়ারেস বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ২২:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২২:১০

২০২২ সাল পর্যন্ত সুয়ারেস বার্সেলোনায় বার্সেলোনার সঙ্গে উরুগুইয়ান স্ট্রাইকারের চুক্তির মেয়াদ বাড়ানোর উপলক্ষটা আর কয়েক দিনের অপেক্ষা। বার্সেলোনা সভাপতি বার্তোমেউ নিজেই নিশ্চিত করেছেন খবরটি। যে চুক্তিতে সুয়ারেস ন্যু ক্যাম্পে থাকবেন ২০২২ সাল পর্যন্ত।

স্প্যানিশ মিডিয়ায় খবরটা উড়াউড়ি করছে অনেক দিন ধরেই। লুই সুয়ারেস নিজেও নিশ্চিত করেছিলেন বার্সেলোনার সঙ্গে তার চুক্তি নবায়নের কথা। কাতালানদের সঙ্গে উরুগুইয়ান স্ট্রাইকারের চুক্তির মেয়াদ বাড়ানোর উপলক্ষটা আর কয়েক দিনের অপেক্ষা। বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ নিজেই নিশ্চিত করেছেন খবরটি। যে চুক্তিতে সুয়ারেস ন্যু ক্যাম্পে থাকবেন ২০২২ সাল পর্যন্ত।

নেইমারের সঙ্গে দিন কয়েক আগে চুক্তি বাড়িয়েছে বার্সেলোনা। আলোচনা চলছিল ‘এমএসএন’-এর সুয়ারেসের সঙ্গেও। সেই আলোচনা প্রায় শেষ পর্যায়ে বলেই জানিয়েছেন বার্তোমেউ। উরুগুইয়ান রেডিও ‘কাদেনা সেলেস্তে’কে দেওয়া সাক্ষাৎকারে বার্সা প্রধান বলেছেন, ‘শিগগিরই সুয়ারেস চুক্তি নবায়ন করতে যাচ্ছে। সবকিছুই চূড়ান্ত, শুধু কিছু বিষয়ের কাজ বাকি আছে এখন। আমরা সামনের কয়েক দিন কিংবা সপ্তাহের মধ্যেই ঘোষণা দেব।’ সুয়ারেসের সঙ্গে চুক্তি বাড়িয়ে বার্সেলোনা ভক্তদের বড়দিনের উপহার দিতে চান বার্তোমেউ, ‘এটা হবে বড়দিনের চমৎকার এক উপহার। লুইসকে (সুয়ারেস) জানানোর কিছু নেই, কারণ ও আগে থেকেই জানে বার্সেলোনাতেই থাকছে, তবে ফুটবলপ্রেমিদের বিষয়টা জানা দরকার।’

২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন সুয়ারেস। ন্যু ক্যাম্পে আসার পর থেকে তিনি হয়েছেন আরও ধারালো। গোলের পর গোল করে কাতালানদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই উরুগুইয়ান ২০২২ সাল পর্যন্ত থাকবেন নতুন চুক্তিতে। যদিও চুক্তিটা আরও দীর্ঘ করার ইচ্ছা ছিল বার্তোমেউয়ের, ‘আমরা চেয়েছিলাম (সুয়ারেসের চুক্তিটা) আরও দীর্ঘ হোক, যদিও এই মুহূর্তে ও ২০২২ সাল পর্যন্ত চুক্তি করছে ও। আমাদের চাওয়া সুয়ারেস আরও অনেক বছর থাকুক এই ক্লাবে। আর যখন অবসরে যাবে, তখনও ওর জন্য খোলা থাকবে বার্সেলোনার দরজা।’ স্কাইস্পোর্টস

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা