X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিপিএলের ফাইনালে মুখোমুখি ঢাকা-রাজশাহী

রবিউল ইসলাম
০৯ ডিসেম্বর ২০১৬, ১০:৪৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১১:০০


বিপিএলের ফাইনালে মুখোমুখি ঢাকা-রাজশাহী

যারাই শিরোপা জিতুক, বিপিএলের ট্রফিটা পাচ্ছে নতুন অধিনায়কের হাতের ছোঁয়া। গত তিন আসরে শিরোপা তুলে ধরেছিলেন মাশরাফি। এবার তার দল আগেভাগে ছিটকে যাওয়ায় সুযোগ হয়েছে ট্রফিটা সাকিব কিংবা স্যামির হাতে যাওয়ার।

বিপিএলের চতুর্থ আসরের পর্দা নামছে আজ শুক্রবার। এ দিন ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস শিরোপার লড়াই ২২ গজে মুখোমুখি হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৫-৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

আর মাত্র কয়েকঘন্টা পর নিশ্চিত হয়ে যাবে চলতি আসরে শিরোপা কে ঘরে তুলছে। এবারের বিপিএল কি প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকাকে বেছে নিবে নাকি প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহীকে বেছে নেবে? উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে রাত দশটা পর্যন্ত।

তবে যারাই শিরোপা জিতুক, বিপিএলের ট্রফিটা পাচ্ছে নতুন অধিনায়কের হাতের ছোঁয়া। গত তিন আসরে শিরোপা তুলে ধরেছিলেন মাশরাফি। এবার তার দল আগেভাগে ছিটকে যাওয়ায় সুযোগ হয়েছে ট্রফিটা সাকিব কিংবা স্যামির হাতে যাওয়ার।

দুই দলের মধ্যে কাগজে কলমে অবশ্য অনেকটাই এগিয়ে সাকিবের ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, কুমার সাঙ্গাকারা, এভিন ল্ইুস, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর মতো দারুণ সব অলরাউন্ডার নিয়ে গড়া ঢাকা ডায়নামাইটস। সেই সঙ্গে হোম গ্রাউন্ডে খেলার কারণে মানসিকভাবে অনেটাই এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাচ্ছে ডায়নামাইটস।

লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচ জিতে শীর্ষে থেকেই কোয়ালিফাইয়ার রাউন্ড খেলেছে দলটি। সেখানে খুলনাকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা।

হয়তো একটা জায়গায় মানসিকভাবে পিছিয়ে থেকে মাঠে নামতে হচ্ছে ঢাকাকে। কেননা লিগ পর্বের দুই ম্যাচেই রাজশাহীর বিপক্ষে হারতে হয়েছিল ঢাকাকে। ড্যারেন স্যামির নেতৃত্বে খেলা রাজশাহীর বিপক্ষে প্রথম মোকাবিলাতে ৬ উইকেটে হারতে হয়েছে সাকিবদের। ফিরতি ম্যাচেও হার অব্যহত ছিল। হারের ব্যবধান কিছুটা কমে দাঁড়ায় ৩ উইকেট। শুক্রবার তৃতীয় ম্যাচে মানে ফাইনালে কি হয় এটাই এখন দেখার অপেক্ষা।

নাসির অবশ্য মানসিকভাবে পিছিয়ে থাকলেও এই চাপকে জয় করার ব্যাপারে আশাবাদী, ‘চাপ আমাদের যেমন থাকবে, তেমনটা ওদেরও থাকবে। দুই ম্যাচে হেরেছি বলে ওদের বিপক্ষে আমরা চাপে আছি এমনটা না। আমাদের এখন প্রধান কাজ মাঠে ঠিক মতো ব্যাটে-বলে পারফর্ম করা।’

নাসিরের কথা অনুযায়ী ঢাকা ডায়নামাইটস চাপকে জয় করে জয়ের চেষ্টা করবে। তাই বলে কী রাজশাহী হাল ছেড়ে দেবে! না স্যামিও আশাবাদী তার দলের শিরোপা জেতার ব্যাপারে। গত ১৪ ম্যাচে তার দল সেরা ক্রিকেট খেলেনি বলে জানালেন রাজশাহীর এই অধিনায়ক, ‘আমরা এখনও সেরা ক্রিকেট খেলেনি। শেষ ম্যাচে যা খেলতে মুখিয়ে আছি। আমার বিশ্বাস ছেলেরা অসাধারণ ক্রিকেট খেলে দারুণ একটি ম্যাচ উপহার দেবে।’

রাজশাহীর বড় কাণ্ডারি হিসেবে স্যামির পাশাপাশি আছেন বিপিএলের এবারের আসরে একমাত্র সেঞ্চুরি হাঁকানো সাব্বির রহমান। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন জেমস ফ্রাঙ্কলিন, নুরুল হাসান সোহান, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা ও সামিত প্যাটেলের মতো ম্যাচ উইনাররা। এদের সঙ্গে নতুন যোগ হয়েছে আফিফ হাসান। যিনি কিনা ব্যাট ও বলে সমান অবদান রাখতে পারেন। আর এদের সমন্বয়েই আরেকবার ঢাকার বিপক্ষে জ্বলে উঠতে পারলেই বিপিএলের প্রথম শিরোপা ঘরে তুলতে পারবে রাজশাহী।

/কেআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা