X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউরোপা লিগের নকআউট পর্বে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৫

ইউরোপা লিগের নকআউট পর্বে ম্যানইউ হারলেই ইউরোপা লিগ থেকেও ছিটকে যাওয়ার সংশয় ছিল ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটির। লজ্জার ওই মুহূর্তের সামনে পড়তে হয়নি তাদের হেনরিক মিখিতারিয়ান ও জ্লাতান ইব্রাহিমোভিচের দুর্দান্ত গোলে।

ম্যানচেস্টার ইউনাইটেডকে চলতি মৌসুমে খেলতে হচ্ছে ইউরোপা লিগ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টেও স্বস্তি নেই ইংলিশ ক্লাবটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নিশ্চিত হলো তাদের নকআউট রাউন্ড। ইউক্রেনের ক্লাব জোরয়া লুহানস্কের মাঠ থেকে ২-০ গোলের জয়ে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে পরের রাউন্ডের টিকিট পেয়েছে ম্যানইউ।

প্রতিপক্ষ তো বটেই, ইউক্রেনের ঠান্ডাও ছিল ম্যানইউয়ের জন্য কঠিন পরীক্ষা। সেই সঙ্গে আবার মাঠে নেমেছিল কঠিন এক সমীকরণ মাথায় নিয়ে। হারলেই যে ইউরোপা লিগ থেকেও ছিটকে যাওয়ার সংশয় ছিল ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটির। লজ্জার ওই মুহূর্তের সামনে পড়তে হয়নি হেনরিক মিখিতারিয়ান ও জ্লাতান ইব্রাহিমোভিচের দুর্দান্ত গোলে। প্রথমার্ধ ছিল গোলশূন্য, দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই অবশ্য সফরকারীরা এগিয়ে যায় মিখিতারিয়ানের লক্ষ্যভেদে। বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার পর থেকে মোটেও আলো ছড়াতে পারছিলেন না এই ফরোয়ার্ড। লুহানস্কের ম্যাচটিই হয়তো ছন্দে ফেরার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। মাঝমাঠ থেকে দ্রুত গতিতে এগিয়ে স্বাগতিকদের তিন-চারজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে একক প্রচেষ্টায় করেছেন দেখার মতো এক গোল।

দ্বিতীয় গোলের জন্য অবশ্য অপেক্ষায় থাকতে হয়েছে ম্যাচের শেষ দিক পর্যন্ত। ইব্রাহিমোভিচের গোলটা এসেছে ৮৮ মিনিটে। ২-০ গোলের জয়েও অবশ্য ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যেতে হচ্ছে ম্যানইউকে দ্বিতীয় হয়ে। ১ পয়েন্টে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানটা পেয়েছে ফেনারবাচে, যারা ফেইনুর্দের মাঠ থেকে ফিরেছে ১-০ গোলের জয় নিয়ে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না