X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের জন্য মাশরাফির আফসোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:০৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:০৮

মুস্তাফিজের জন্য মাশরাফির আফসোস ইংল্যান্ড সিরিজের প্রায় এক মাস পর ইংল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের না থাকার আফসোসটা জানিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই পরিসংখ্যানে বলে দেওয়া সম্ভব নয়, বাংলাদেশ কতটা ভালো ক্রিকেট খেলেছে! ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি ২১ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ। ১-১ সমতা রেখে চট্টগ্রাম গিয়েছিল টাইগাররা। কিন্তু শেষ ম্যাচে ৪ উইকেট হেরে সিরিজ হারে স্বাগতিকরা।

এছাড়া দুটি টেস্টের একটি জেতা বাংলাদেশ প্রথম টেস্টেও জয়ের কাছাকাছি ছিল। মাশরাফির ভাবনা মুস্তাফিজ থাকলে দুটি সিরিজেই জয় থাকতো বাংলাদেশের!

ইংল্যান্ড সিরিজের প্রায় এক মাস পর ইংল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের না থাকার আফসোসটা জানালেন সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি, ‘মুস্তাফিজকে ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজে আমরা পাইনি। কিছু না কিছু ক্ষতি হয়েছে। তাকে পেলে আমরা হয়তো দুইটা টেস্টই ভালোভাবে জিততে পারতাম। হয়তো বা ওয়ানডে সিরিজটিও জিততে পারতাম। সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের সেরা খেলোয়াড়দের ঠিক থাকা জরুরি।’

বর্তমানে সেরা ফর্মে থাকা শফিউল ইসলাম ও মোহাম্মদ শহীদকে হারানোর ব্যাপারে কথা বলতে গিয়ে মুস্তাফিজের বিষয়টি সামনে আনেন মাশরাফি। এই মুহূর্তে এই দুই পেসারকে হারানোটা বেশ কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মনে করেন সীমিত ওভারের অধিনায়ক, ‘ইনজুরি নির্দিষ্ট খেলোয়াড় বা দলের জন্য সবসময়ই খারাপ। শফিউল অবশ্যই অনেক ভালো ফর্মে ছিল। এটা অবশ্যই আমাদের জন্য অনেক খারাপ হয়েছে। শহীদের ইনজুরিও দুঃখজনক। এই মুহূর্তে তাদের ইনজুরিগুলো অবশ্যই প্রভাব ফেলে। বিশেষ করে যারা সেরা ফর্মে থাকে তাদের ইনজুরিগুলো অবশ্যই প্রভাব ফেলে।’

তারপরও মুস্তাফিজ ফিট হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা সমাধান হবে বলে মনে করনে মাশরাফি, ‘তারপরও আমি বলব, মুস্তাফিজ এখনো ফিটের পথে। যদিও আমি জানি না পুরোপুরি কী অবস্থা, তবে পুরোপুরি বোলিং শুরু করেছে। এখনও কিছু সময় আছে। সব মিলিয়ে যদি সুস্থ থাকে তাহলে মানিয়ে নিতে সমস্যা হবে না।’

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা