X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কঠিন সময় পার করছে নেইমারের পরিবার

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:১৯

কঠিন সময় পার করছে নেইমারের পরিবার কর ফাঁকির মামলায় ব্রাজিলিয়ান তারকাকে হাজিরা দিতে হয়েছে আদালতে। মাঠের বাইরের ঝামেলা নেইমার ভালোমতো সামাল দিলেও প্রভাব ফেলছে তার পরিবারের ওপর।

কর জটিলতা পিছু ছাড়ছে না নেইমারের। দিন কয়েক আগে স্পেনের সরকার পক্ষের আইনজীবিরা তার দুই বছরের জেলের আবেদন করেছেন আদালতের কাছে। কঠিন এই পরিস্থিতির মধ্যেও অবশ্য নিজের পারফরম্যান্সে আলো ছড়িয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। মাঠে বাইরের এই ইস্যু নিজের ওপর প্রভাব ফেলতে না দিলেও তার পরিবার কাটাচ্ছে কঠিন সময়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় দলবদলের অঙ্ক গোপন করে নেইমার কর ফাঁকি দিয়েছেন, এই অভিযোগে এখন মামলা চলছে স্পেনের এক আদালতে। এ জন্য ব্রাজিলিয়ান তারকাকে হাজিরা দিতে হয়েছে আদালতে। মাঠের বাইরের ঝামেলা নেইমার ভালোমতো সামাল দিলেও প্রভাব ফেলছে তার পরিবারের ওপর। ‘গোল টি’ নামের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বিষয়টির ব্যাখ্যা করেছেন এভাবে, ‘কর বিষয়ক ঝামেলায় আমার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ধরণের পরিস্থিতিতে আমি অভ্যস্ত, মানুষজন অনেক কিছু বলাবলি করছে, যদিও আমার পরিবার মোটেও এটাতে অভ্যস্ত নয়।’

নেইমার কথা বলেছেন সবশেষ এল ক্লাসিকো নিয়েও। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করে ভাগাভাগি করেছে পয়েন্ট। সের্হিয়ো রামোসের শেষ মুহূর্তের গোলে সমতায় ফেরা ম্যাচটি বার্সেলোনা জিততেও পারতো যদি নেইমার সহজ সুযোগ নষ্ট না করতেন। গোল পোস্ট ফাঁকা পেয়েও ব্রাজিলের সাবেক অধিনায়ক মারের বারের উপর দিয়ে। ওই মিসটা এখনও ভাবাচ্ছে তাকে, ‘আমার কাছে মনে হয় আমরা সুযোগ নষ্ট করেছি। ম্যাচটি আমাদেরই জেতার কথা ছিল, এর পর শেষ মুহূর্তে গোলটা হজম করলাম। আমার মিসটা খুব কষ্ট দিচ্ছে, সব সময় ওটাই মনে পড়ছে।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা