X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বোলিংয়ের শীর্ষ ছয়ে বিদেশিদের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ২২:১৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২২:৩৬

 

শীর্ষ  ছয় বোলারের তালিকা শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এই আসরে বল হাতে বিদেশি ক্রিকেটাররাই বেশি সাফল্য দেখিয়েছেন। সেরা ৬ বোলারের মধ্যে চারজনই বিদেশি বোলার, আর সেরা পাঁচেও চারজন।

১৩ ম্যাচে সর্বোচ্চ ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। শীর্ষ ৬ বোলারের তালিকায় চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের দুই জন- ডোয়াইন ব্রাভো ও মোহাম্মদ শহীদ। খুলনা টাইটানসের দুইজন- জুনায়েদ খান ও শফিউল ইসলাম। এছাড়া চিটাগং ভাইকিংসের মোহাম্মদ নবী ও রংপুর রাইডার্সের শহীদ আফ্রিদি।

ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) :  ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টে শীর্ষ উইকেটশিকারি ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেলা ব্রাভোর ফাইনাল ম্যাচের আগে উইকেট সংখ্যা ছিল জুনায়েদ খানের সমান ২০টি। শেষ পর্যন্ত শুক্রবার এক উইকেট নিয়ে জুনায়েদকে ছাড়িয়ে যান এই অলরাউন্ডার। টুর্নামেন্টে ১৩ ম্যাচে তার গড় ছিল ১৫.৯৫। সেরা পারফরম্যান্স ১০ রানে ৩ উইকেট। 

জুনায়েদ খান (খুলনা টাইটানস): ২০ উইকেট নিয়ে শীর্ষ বোলারদের মধ্যে  দ্বিতীয় পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান। তিনি বিপিএলের এই আসরে খুলনা টাইটানসের হয়ে খেলেছেন। তার সেরা বোলিং ২৩ রান দিয়ে ৪ উইকেট, গড় বোলিং ১৬.০৫। খুলনাকে সেরা চারে তুলে আনতে বল হাতে দারুণ ভূমিকা ছিল জুনায়েদের।

মোহাম্মদ নবী (চিটাগং ভাইকিংস) : চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। বেশকিছু ম্যাচ জেতাতে বল কিংবা ব্যাট হাতে ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। বল হাতে আফগান এই অফস্পিনার ১৩ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট, যেটা তাকে উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে তুলে দিয়েছে। তার সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট, গড়ে রান দিয়েছেন ১৫.০। পুরো বিপিএলে দুইবার ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন এ অফস্পিনার।

শফিউল ইসলাম (খুলনা টাইটানস) : দুর্ভাগ্য শফিউলের, অসাধারণ বোলিং করেও নিউজিল্যান্ড যেতে পারলেন না। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। আর তাতেই বিপিএল ও নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যান অভিজ্ঞ এই পেসার। চলতি আসরে খুলনা টাইটানসের হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ শিকারি তিনি। ১৭ রানে ৪ উইকেট তার সেরা বোলিং, গড় ১৮.৩৮।

শহীদ আফ্রিদি (রংপুর রাইডার্স) : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ছিলেন অসাধারণ। ১১ ম্যাচে আফ্রিদি পকেটে ভরেছেন ১৭ উইকেট। সেরা বোলিং ১২ রানে ৪ উইকেট, গড় বোলিং ১৪.৯৪। টুর্নামেন্টের শুরুর দিকে তার বোলিংয়ে ধার থাকলেও শেষ দিকে এসে কিছুটা কমে গিয়েছিল। সব মিলিয়ে শীর্ষ বোলারদের তালিকায় পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি।

মোহাম্মদ শহীদ (ঢাকা ডায়নামাইটস) : ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি মোহাম্মদ শহীদ। বিপিএলটা তার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। কিন্তু ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এ পেসার ফিল্ডিং করতে গিয়ে চোট নিয়ে বিপিএল ও নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন। মাত্র ৮ ম্যাচে শহীদ নেন ১৫ উইকেট। তার সেরা বোলিং ২৫ রান খরচে ৩ উইকেট, গড় বোলিং ১২.৪৬। সবমিলিয়ে তালিকাতে তার অবস্থান ছয় নম্বরে।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা