X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুরো দল নিয়ে গর্বিত সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ০১:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০১:৩৭

চ্যাম্পিয়ন হওয়ার পর সাকিবদের উল্লাস ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান এভাবে আধিপত্য বিস্তার করে শিরোপা জেতার সব কৃতিত্ব দিলেন পুরো দলকে।

ব্রাভো-আন্দ্রে রাসেল-সাঙ্গাকারা-এভিন লুইস-জয়াবর্ধনেদের নিয়ে শক্তিশালী দল তৈরি করেছিল ঢাকা ডায়নামাইটস। তাদের উদ্দেশ্য ছিল শিরোপা জয়। টুর্নামেন্টের শুরু থেকেই এই লক্ষ্যে স্থির থেকে শিরোপা ছুঁয়েছে ঢাকা।
ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান এভাবে আধিপত্য বিস্তার করে শিরোপা জেতার সব কৃতিত্ব দিলেন পুরো দলকে, ‘এবার লক্ষ্য ছিল একটাই, শিরোপা জেতা। সফল হতে পেরেছি। এটা অনেক বড় ব্যাপার। আমার ব্যক্তিগত দিক থেকে অবশ্যই বড় ব্যাপার। সবথেকে বড় কথা হচ্ছে পুরো দলটা যেভাবে খেলছে। এটা আসলে সব সময় গুরুত্বপূর্ণ সবার পারফরম্যান্স করা। অনেক সময় দলে অনেক নামকরা খেলোয়াড় থাকলেও দল হিসেবে সাফল্য তুলে আনাটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় আমরা টিম হিসেবে ভালো করতে পেরেছি। খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।’

বিপিএলের চারটি আসরে চারটি দলের হয়ে খেলেছেন তিনি। এর মধ্যে তিনটি দলে করেছেন অধিনায়কের দায়িত্ব পালন। চতুর্থ আসরে এসে প্রথমবারের মতো শিরোপা জিতলেন। গত প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে শিরোপা জেতাতে ব্যাট ও বল হাতে ভূমিকা রেখেছিলেন সাকিব। দুটি দলেই কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন।

শিরোপা জয়ের রহস্য উন্মোচন করতে গিয়ে সাকিব বলেছেন, ‘সুজন ভাইয়ের মূল দায়িত্ব ছিল পারফরম্যান্সটা বের করে আনা। খেলোয়াড়দের ভেতরে উৎসাহ তৈরি করতে পারলে ভালো খেলার সম্ভাবনা বেড়ে যায়। সুজন ভাই মাঠের বাইরের দায়িত্বটা দেখতো। আমি মাঠের ভেতরের দায়িত্বটা দেখতাম। আমাদের সিনিয়র খেলোয়াড়রা অনেক সাহায্য করেছে।’

বড় দল গড়ে টু্র্নামেন্টের শুরু থেকেই চাপে ছিলেন বলে জানালেন সাকিব, ‘সত্যি কথা বলতে চাপতো একটু থাকেই। আমাদের দলটা ভালো ছিল। সবাই প্রত্যাশা করছিল চ্যাম্পিয়ন হতে হবে। প্রথম ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত এই চাপ ছিল।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি