X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করলেন সাঙ্গাকারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭

সাকিব আল হাসান ও কুমার সাঙ্গাকারা সাঙ্গাকারার মতে এখন বাংলাদেশের ক্রিকেট বেশ এগিয়ে যাচ্ছে। আর তাই আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে তার কপালে চিন্তার ভাজ। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১৬টি টেস্ট খেলে দুটি ম্যাচে মাত্র ড্র করতে সক্ষম হয়েছে টাইগাররা। এছাড়া ৩৮টি ওয়ানডে খেলে জয় মাত্র ৪টি এবং ৫টি টি-টোয়েন্টি খেলে জয় একটি। শ্রীলঙ্কার বিপক্ষে এটাই হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান।

এমন পরিসংখ্যান সঙ্গে নিয়ে আগামী মার্চে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ, যদিও সূচী চূড়ান্ত হয়নি। সফরে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

কিন্তু এবার আর প্রতিপক্ষ দলে কুমার সাঙ্গাকারাকে পাবে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কান গ্রেট বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অনেকবার। তবে অবসরের পর বাংলাদেশের মাটিতে তার খেলার সুযোগ হয়েছে। ব্যাট-প্যাড তুলে রাখার পর  বিপিএলে পরপর দুই আসর খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তাই খুব ভালোভাবেই চেনা হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের বাজে সময় যেমন দেখেছেন, দেখেছেন উন্নতির ধারাও।

সাঙ্গাকারার মতে এখন বাংলাদেশের ক্রিকেট বেশ এগিয়ে যাচ্ছে। আর তাই আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে তার কপালে চিন্তার ভাজ। বাংলাদেশের বিপক্ষে কী করে শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেটাররা সেটা নিয়ে ভাবছেন তিনি, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক পরিণত। এটা দেখে আমি খুব চিন্তিত। কিছু দিন পরই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। পেসার ও স্পিনার মিলেই এখন তারা অনেক বেশি সমৃদ্ধ।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি