X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাহমুদউল্লাহ

রবিউল ইসলাম
১১ ডিসেম্বর ২০১৬, ১৪:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৪:১৮

মাহমুদউল্লাহ বিপিএলে দুর্দান্ত ফর্মে থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ। শনিবার রাতে রওয়ানা হয়ে এতোক্ষণে হয়তো সিডনিতে পৌঁছে গেছেন তিনি। যাওয়ার আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলে গেছেন বাংলাদেশের এই তারকা।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপই বদলে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। বিশ্বকাপে যাওয়ার আগে জাতীয় দলে তার জায়গটাই ছিল নড়বড়ে! এর আগের দুই বছর মাহমুদউল্লাহর ভূমিকা কী এমন প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়েছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। মুশফিক অবশ্য বারবারই মাহমুদউল্লাহকে সমর্থন দেওয়ার চেষ্টা করে গেছেন।

কিন্তু বিশ্বকাপে গিয়ে মাহমুদউল্লাহ ভোজবাজির মতো পাল্টে গেলেন। যেই মাহমুদউল্লাহর স্ট্রোক খেলা নিয়ে রাজ্যের প্রশ্ন ছিল, তিনি কিনা ওমন সিমিং কন্ডিশনে টানা সেঞ্চুরি হাঁকালেন। শুরুটা আসলে ওখানেই। এরপর গত দুই বছরে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কেবল দেখে গেছে মাহমুদউল্লাহ কীভাবে নিজেকে পরিণত করেছেন।

শুধু কি ব্যাটিং-বোলিংয়েই বদলে গেছেন? না। অধিনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। দুইদিন আগে শেষ হওয়া বিপিএলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-অধিনায়কত্ব এই তিনি বিভাগে সেরাটা দিয়ে।

বিপিএলে দুর্দান্ত ফর্মে থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ। শনিবার রাতে রওয়ানা হয়ে এতোক্ষণে হয়তো সিডনিতে পৌঁছে গেছেন তিনি। যাওয়ার আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলে গেছেন খুলনা টাইটানসের এই অধিনায়ক, ‘ব্যক্তিগতভাবে মনে হয় কন্ডিশনটা ভিন্ন। এখানে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। পুরো সিরিজ আমি উপভোগ করার চেষ্টা করব।’

মাহমুদউল্লাহ রিয়াদ তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি করেছেন হ্যামিলটনে। অ্যাডিলেইডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলার পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। ওইরকম ইনিংস খুব স্বাভাবিকভাবেই মাহমুদউল্লাহকে আত্মবিশ্বাস যোগানোর কথা। কিন্তু অতীত নিয়ে ভাবছেন না তিনি, ‘পুরানো পরিসংখ্যান দিয়ে তো আর খেলা হবে না। আমি সামনের দিকে তাকিয়ে। প্রতিটি ম্যাচই নতুন। আমাকে নতুন করে শুরু করতে হবে। হয়তো এমন একটি ইনিংস নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে আমাকে মানসিকভাবে এগিয়ে রাখবে। এরচেয়ে বেশি কিছু না।’

মাহমুদউল্লাহ মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ আছে, ‘আমি মনে করি আমাদের ভালো একটা সুযোগ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। কারণটা হলো গত দুই-আড়াই বছর ধরে বাংলাদেশের ক্রিকেট খেলার ধরন। সবাই যার যার বিভাগে অবদান রাখার চেষ্টা করেছে। এ ধারবাহিকতা বজায় রাখতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয় সম্ভব। এছাড়া আমাদের বোলিং, বিশেষ করে পেস বোলিং বিভাগটা আরও শক্তিশালী এখন।’

মাহমুদউল্লাহর আশা সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ‘সবদিক থেকে মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। খুব চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। আশা করি আমরা এই চ্যালেঞ্জে জিততে পারব।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়