X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার বিপক্ষে বারিধারার অমূল্য জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৮:০২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:১০

বারিধারা ও মুক্তিযোদ্ধার লড়াই মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে অমূল্য তিন পয়েন্ট অর্জন করল উত্তর বারিধারা। পয়েন্ট তালিকার সবচেয়ে নীচের স্থান থেকে ১৭ পয়েন্ট নিয়ে তারা উঠল একাদশ স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে সকার ক্লাব ফেনি এখন সবার নিচের দল।

খেলার ১৭ মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করে উত্তর বারিধারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার স্কয়ার পাসে বক্সের মাঝামাঝি বল পেয়ে যান মিডফিল্ডার সেন্টু চন্দ্র সেন। মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন খানকে একা পেয়েও তিনি বল মারেন সাইড পোস্টের বাইরে। 

মুক্তিযোদ্ধা প্রধমার্ধে গোল করার তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে তারা ঢুঁ মারতে থাকে প্রতিপক্ষের রক্ষণভাগে। ৪৯ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সাইমন ইজিওদকার সাইড ভলি বারিধারা গোলরক্ষক মোহাম্মদ রাজিবের পায়ে লেগে প্রতিহত হয়। 

বারিধারার অনেক সাধনার ফসল ৬৭ মিনিটের গোল। ডিফেন্ডার মনির আলম ডানপ্রান্তে পাওয়া ফ্রি কিকটি ফেলেন মুক্তিযোদ্ধার বক্সের ওপরে। সেনেগালের মিডফিল্ডার কামারা সাররা তা ঠেলে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার উদ্দেশ্যে, তার বাঁপায়ের জোরালো ভলি গোলরক্ষক মামুন খানের পায়ের মাঝে দিয়ে প্রবেশ করে জালে। 

মুক্তিযোদ্ধার দুর্ভাগ্য। ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে মোবারক হোসেন ভুঁইয়ার ক্রসে হেড করেছিলেন শ্যামল আহমেদ রনি। বল সাইড পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটে আবার একই রাহুর দশা, এবার বক্সের ভেতরে ব্যাকপাসে গোলরক্ষক রাজিব হাতে ধরার কারণে ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। রনির গড়িয়ে দেয়া ফ্রি কিকে ডান পায়ের জোরালো শট নিয়েছিলেন সাইমন ইজিওদকা। এবারও বল সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়।

এ হারে ১৯ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৬-ই রইল। তারা আছে পঞ্চম স্থানে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন