X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:২৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৪

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন আগামী ২২ থেকে ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। মিরপুর ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশসহ বিদেশি ৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান।

টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার লোগো এবং জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। ঢাকার একটি হোটেলে বৃহৎ পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে লোগো ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী এবং টুর্নামেন্টের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আর টুর্নামেন্টের কিটস স্পন্সর লোটো। এছাড়া অন্যান্য অনেক প্রতিষ্ঠান এতে স্পন্সর হিসেবে রয়েছে।

ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এএস আসলাম সানি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ম্যাক্স গ্রুপের গোলাম মোহাম্মদ আলমগীর, স্পন্সর লোটোর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিউল ইসলাম, ভলিবল দলের প্রধান কোচ ইরানিয়ান আলপোর আরোজী এবং জাতীয় ভলিবল অধিনায়ক সাঈদ আল জাবীর ও সহ অধিনায়ক হরষিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেছেন, ‘ক্রিকেট যেভাবে এগিয়ে গেছে, ভলিবলসহ অন্য খেলাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক এশিয়ান সেন্ট্রাল জোনে অনেক স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে এসেছে দেখে ভালো লাগছে।’

ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু তার বক্তব্যে বলেছেন, ‘ভলিবলকে পুনর্জীবন দিতে আমরা নানামুখী উদ্যোগ নিচ্ছি। এর ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক এই টুর্নামেন্টেটি মাঠে গড়াচ্ছে। আশা করি সবার সহযোগিতা নিয়ে আমরা ভলিবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব।’

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই আসরটি অনুষ্ঠিত হচ্ছে।  দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টে জাতির জনক ‘বঙ্গবন্ধু’র নামটি সংযোজন করা হয়েছে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি