X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এমন সমাপ্তি চায়নি কিরগিজস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ২০:৪২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ২০:৪৭

এমন সমাপ্তি চায়নি কিরগিজস্তান বঙ্গবন্ধু সিনিয়র মেনস এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালে হেরে গেছে কিরগিজস্তান। তাতে আক্ষেপ রয়েছে দলটির! কারণ পুরোটা না খেলেই ছেড়ে দিতে হয়েছে প্রতিপক্ষকে।  তাই পুরোটা খেলে হারলেও হয়তো দুঃখ থাকতো না সার্গাইশেভ কিলচবেকের। ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে সেসব কথাই বলেন কিরগিজস্তান ভলিবলের প্রাণ এই পুরুষ।

একাধারে দেশের ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশে আসা দলটির সহকারী কোচ ও নির্ভরযোগ্য খেলোয়াড় সার্গাইশেভ। বুধবার ফাইনালে কিরগিজস্তানকে ২৫-২২,২৫-২২ ও ২৫-৬ পয়েন্টে হারিয়ে ৩-০ সেটে বাংলাদেশ হয় চ্যাম্পিয়ন। ইনজুরির কারণে তৃতীয় সেটে প্রয়োজনীয় সাতজন খেলোয়াড় না থাকাতে খেলতে অপারগতা প্রকাশ করে তার তার দল। সার্গাইশেভ কিলচবেকের দুঃখটা এখানেই।  খেলা শেষে সেই দুঃখের কথা এভাবেই বলেন সার্গাইশেভ, ‘এমনিতেই আমাদের খেলোয়াড় কম, এর ওপর কাল আর আজ দুইজন খেলোয়াড় হলো ইনজুরির শিকার। ফাইনালে পুরো শক্তি নিয়ে তো নামতেই পারলাম না। উল্টো খেলোয়াড় গেল কমে, স্বাভাবিক প্রক্রিয়ায় খেলা শেষ হলে এবং এরপর হেরে গেলে আমাদের দুঃখ থাকতো না।’

ইনজুরির সঙ্গে দলটির ছায়া হয়ে ছিল কিছু প্রতিবন্ধকতা। সার্গাইশেভ কিলচবেক সে বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘কিরগিজস্তানে এখন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলমিয়াস, আমাদের প্রস্তুতি নেওয়ার তাই সুযোগ ছিল না। সঙ্গে কিছু আর্থিক সঙ্কট আছে, আমরা দশ জন নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দুইজন খেলোয়াড় দলে যোগ দিতে পারেনি। তাই আট খেলোয়াড় নিয়েই চলে এসেছি।’

 এত কিছুর পরেও বাংলাদেশের উন্নতিটা চোখে পড়েছে সার্গাইশেভ কিলচবেকের, ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, উন্নতিটা চোখে পড়ার মতো। বাংলাদেশের উচিত আরও বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা।’

 

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা