X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গ্রানাদার জালে রিয়ালের গোলোৎসব

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২০:০৫

গোলের পর ক্রিস্তিয়ানো রোনালদো থামছে না রিয়াল মাদ্রিদ। ২০১৬ সাল শেষে নতুন বছরে লা লিগার প্রথম ম্যাচেও উড়ল রিয়ালের বিজয় কেতন। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে তারা গ্রানাদাকে। লিগে বছর শুরু করল তারা ৫-০ গোলের জয়ে।

ঘরের মাঠে জোড়া গোল করলেন ইসকো। ক্রিস্তিয়ানো রোনালদো আবার গোলের খাতা খুললেন ২০১৭ সালে। তার সঙ্গে একবার করে লক্ষ্যভেদ করেছেন করিম বেনাজিমা ও কাসিমিরো। সব মিলিয়ে ৫-০ গোলের জয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যানে রিয়াল ধরে ফেলল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। গ্রানাদাকে হারিয়ে রিয়াল তাদের অপরাজিত থাকার সংখ্যা নিয়ে গেল ৩৯ ম্যাচে। গত বছর লা লিগায় এই রেকর্ডটা গড়েছিল লুই এনরিকের বার্সেলোনা।  

শুরু থেকেই গ্রানাদার ওপর চড়াও হয়ে খেলেছে রিয়াল। গোল পেতেও দেরী হয়নি খুব একটা, ম্যাচ ঘড়ির ১২ মিনিটে রিয়াল এগিয়ে যায় ইসকোর গোলে। করিম বেনজিমার পাস থেকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার। মিনিট আটেক পর স্কোরশিটে নাম তোলেন বেনজিমাও। বক্সের বাইরে থেকে লুকা মডরিচের শট ঠেকিয়েছিলেন গ্রানাদা গোলরক্ষক ওচোয়া। যদিও বলটা আটকে পারেননি তিনি, ছুটে যাওয়া বল জালে জড়াতে কোনও সমস্যাই হয়নি ফরাসি স্ট্রাইকারের।

ইসকোর জোড়া গোল সতীর্থদের গোলোৎসবে রোনালদো যোগ না দিলে কী হয়! ২৭ মিনিটে ২০১৭ সালের প্রথম গোলটাও পেয়ে যান পতুর্গিজ তারকা। বাঁ প্রান্ত থেকে চমৎকার পায়ের কাজ দেখিয়ে ক্রস করেছিলেন মার্সেলো, ব্রাজিলিয়ান লেফটব্যাকের মাপা ক্রস গোলমুখের সামনে থেকে হেড করে লক্ষ্যভেদ করেন রোনালদো। ৩১ মিনিটে গ্রানাদার জালে আবার বল জড়ান ইসকো। ডান প্রান্ত থেকে মডরিচের ক্রস ছোট বক্সের সামনে থেকে জালে জড়ান তিনি।

প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে থাকা গ্রানাদা সুবিধা করতে পারেনি দ্বিতীয়ার্ধেও। স্বাগতিকদের আক্রমণে রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয়েছে তাদের বেশি। তাই গোল শোধ তো দূরে থাক, ৫৮ মিনিটে পঞ্চম গোল হজম করে সফরকারীরা। গোলশিটে এবার নাম তোলেন কাসিমিরো। হামেস রোদ্রিগেসের বাঁকানো ফ্রি কিক ডান পায়ের আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। এর পর রিয়াল আর গোল না করায় ৫-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে গ্রানাদা।

এই জয়ে শীর্ষস্থানটা সুসংহত করল রিয়াল, ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪০। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সমান ম্যাচে পয়েন্ট ৩৪। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা