X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনালদো-গ্রিজমান

ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের লড়াই আজ

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৬:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৬

রোনালদো, মেসি ও গ্রিজমান গত বছরজুড়ে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও আন্তোয়ান গ্রিজমানের লড়াই ছিল। গোল, পারফরম্যান্স ও দলীয় অর্জনে এ তিন তারকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে হাড্ডাহাড্ডি। তবে এগিয়ে ছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ও পর্তুগালকে শীর্ষ সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে স্বীকৃতি পেয়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। পর্তুগালকে ইউরো ও রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর স্বীকৃতিতে তিনি হাতে নিয়েছেন উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরের পুরস্কার। এবার তার সামনে আরেকটি সুযোগ। আজ জানা যাবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডও কি তার হাতে উঠছে? নাকি মেসি-গ্রিজমানদের কেউ রাঙাবেন জুরিখের জমকালো আয়োজন?

ফুটবলের শীর্ষ পারফর্মারদের সম্মানিত করার ২৫তম বর্ষপূর্তিতে সর্বোচ্চ সংস্থাটি নতুনভাবে পরিচয় করিয়ে দিবে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’কে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সঙ্গে ছাড়াছাড়ি করার পর পুরস্কার দেওয়ায় নতুনত্ব এনেছে ফিফা।

এ পুরস্কারের উদ্বোধনী আসর আয়োজন করা হচ্ছে সোমবার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) জুরিখের টিপিসি স্টুডিওসে। আর এ মঞ্চেই আরেকটি সর্বোচ্চ স্বীকৃতি যোগ করার আশা করছেন গত মাসের ব্যালন ডি’অরজয়ী রোনালদো।

ক্লাব ও দেশকে সর্বোচ্চ সফলতা এনে দিয়ে গত ব্যালন ডি’অরের লড়াইয়ে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী মেসি ও গ্রিজমানকে পেছনে ফেলেন রোনালদো। তার দুই প্রতিযোগী শেষ করেছেন দুই ও তিন নম্বরে থেকে। এবার ‘দ্য বেস্ট ফিফা’ অ্যাওয়ার্ডেও মেসি ও গ্রিজমান চ্যালেঞ্জ জানাবেন রোনালদোকে।

মেসি, রোনালদো বা গ্রিজমানের হাতে উঠবে এ আকর্ষণীয় অ্যাওয়ার্ডটি জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচের সঙ্গে নির্বাচিত সাংবাদিকদের ভোটে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া প্রথমবারের মতো ভক্তরাও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন অনলাইনে।

সোমবারের জমকালো আয়োজনে আরও দেওয়া হবে ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের পুরস্কার। সেখানে লড়বেন সংক্ষিপ্ত তালিকার ৫৫ জন।

লিস্টার সিটির কোচ ক্লাউদিও রানিয়েরি আছেন বর্ষসেরা সংক্ষিপ্ত কোচের তালিকায়। এ পুরস্কারের জন্য তার সঙ্গে লড়াই করবেন পর্তুগালের ফের্নান্দো সান্তোস ও রিয়ালের জিনেদিন জিদান।

ফিফা ফ্যান অ্যাওয়ার্ডের স্বীকৃতি দেওয়া হতে পারে লিভারপুলকে। গত এপ্রিলে এনফিল্ডে ইউরোপা লিগ সামনে রেখে তাদের ভক্ত ও বরুশিয়া ডর্টমুন্ডের ভক্তরা একসঙ্গে গেয়েছিলেন ‘ইউ উইল নেভার ওয়াক এলোন’ গানটি। হিলসবোরো ট্রাজেডির ২৭তম বর্ষপূর্তির আগের দিন এ গান গাওয়াকে ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়েছে। এ পুরস্কারের জন্য লড়াইয়ে আরও আছেন এডিও ডেন হ্যাগের সমর্থকরা, যারা দাতব্য কাজে ফেনুর্দ ভক্তদের কোমল পুতুল দিয়েছিলেন। আর ইউরোতে দারুণ সমর্থনে নজর কেড়ে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আইসল্যান্ডের সমর্থকরা।

যে অ্যাওয়ার্ড দেওয়া হবে:

ছেলেদের দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, আন্তোয়ান গ্রিজমান ও লিওনেল মেসি।

মেয়েদের দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড: মেলানি বেহরিঙ্গার, কার্লি লয়েড ও মার্তা।

দ্য ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ

ছেলেদের দ্য বেস্ট ফিফা কোচ অ্যাওয়ার্ড: ক্লাউদিও রানিয়েরি, ফের্নান্দো সান্তোস ও জিনেদিন জিদান।

মেয়েদের দ্য বেস্ট ফিফা কোচ অ্যাওয়ার্ড: জিল এলিস, সিলবিয়া নেইড ও পিয়া সুনধেগ।

দ্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: মারলোন, দানিউস্কা রদ্রিগেস ও ফাইজ সুবরি।

দ্য ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড

দ্য ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: এডিও ডেন হ্যাগ সমর্থক, বরুশিয়া ডর্টমুন্ড-লিভারপুল সমর্থক ও আইসল্যান্ড সমর্থকরা। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক