X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফিফপ্রো একাদশে নেই নেইমার-বুফন-পগবা!

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৭:১০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৭:১০

পল পোগবা আজ সোমবার জুরিখে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রকাশিত হতে যাওয়া ফিফপ্রো একাদশে জায়গা করতে ব্যর্থ হয়েছেন তিন ‘হাই-প্রোফাইল’ খেলোয়াড়। এখনও চূড়ান্ত দল ঘোষণা না করা হলেও কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে এমন খবর।

জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম গোল এক সূত্রের বরাতে জানায়, ২০১৬ সালের ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশে নেই পল পগবা, নেইমার ও জিয়ানলুইজি বুফনের নাম। অবশ্য শেষ পর্যন্ত এ খবর সত্যি কি না জানা যাবে আজ রাতে।

জুভেন্টাস থেকে গত মৌসুমে ১০ কোটি ইউরোতে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রাখেন পগবা। গত বছর একাদশে ছিলেন তিনি। কিন্তু সুইজারল্যান্ডের এক সূত্র জানায়, মাত্র দুই ভোটের ব্যবধানে এবার ছিটকে গেছেন ইতালিয়ান তারকা।

জিয়ানলুইজি বুফন পগবার সাবেক জুভ সতীর্থ বুফন চমৎকার বছর উদযাপন করেছেন ২০১৬ সালে। কিন্তু একাদশে জায়গা পাননি দ্বিতীয় সেরা গোলরক্ষক হওয়ার কারণে। ২০০৬ ও ২০০৭ সালে বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিলেন ইতালিয়ান তারকা। কিন্তু এরপর আর কখনও জায়গা হয়নি বুফনের।

নেইমার গত বছর প্রথমবারের মতো ফিফপ্রো একাদশে নাম লিখেছিলেন নেইমার। তবে এবার বার্সেলোনার জার্সিতে দ্বিমুকুট ও ব্রাজিলের হয়ে অলিম্পিক স্বর্ণ জিতলেও আক্রমণভাগে জায়গা পাননি। অন্য তিন ফরোয়ার্ডের কাছে হেরে গেছেন ৯৯১ মিনিট গোলখরায় ভোগা ব্রাজিলিয়ান তারকা।

সব পেশাদার ফুটবলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফিফপ্রো। ৬৯টি দেশের ২৬ হাজার ৫১৬ জন খেলোয়াড়দের ভোটে ফিফপ্রো একাদশ ঘোষণা করা হবে এবার। ২০০৫ সাল থেকে এ দলটি ঘোষণা করা হয় প্রতিবছর, যেখানে চূড়ান্ত লাইন আপের ফরমেশন হয় ৪-৩-৩ এ।

গত বছরের দল: ম্যানুয়েল ন্যুয়ার, দানি আলভেস, সের্হিয়ো রামোস, থিয়াগো সিলভা, মার্সেলো; পল পগবা, লুকা মোডরিচ, আন্দ্রেস ইনিয়েস্তা; ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা