X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা লিগগুলোরও দায়িত্ব নিল সাইফ পাওয়ারটেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৫৯

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা শীর্ষ স্তরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অন্য টুর্নামেন্টে বাফুফে নিয়মিত স্পনসর পেলেও ঢাকা মহানগরীর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও অন্য প্রতিযোগতার স্পনসর নিয়মিত পায়নি। সেই ঘাটতি দূর করতে আজ সাইফ পাওয়ারটেকের সঙ্গে চার বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে বাফুফের মহানগরী ফুটবল লিগ কমিটি। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহানগরী ফুটবল লিগ কমিটির অফিসটিও এ উপলক্ষে আধুনিকায়ন করা হয়। চুক্তির অঙ্ক নির্ধারিত হয়নি, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে মৌসুমের শুরুতে বাজেট দেওয়া হবে স্পনসরদের। তারা সেটি যাচাই-বাছাই করে অর্থ প্রদান করবে।

মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ বলেন, ’৩৭-৩৮ বছর আগে এটি যখন ডামফা অফিস ছিল সেই যাত্রা শুরুর সময়ও আমি ছিলাম। এতদিন পরও আমি আছি এবং নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে, আমি দায়িত্ব নিতে চাইনি। কিন্তু  বাফুফে সভাপতি অনুরোধ করাতে দায়িত্ব নিয়েছি। আজ যে যাত্রা শুরু হলো, তাতে আশা করি সকল ক্লাব একসঙ্গে থেকে সহযোগিতা করবে। খেলোয়াড় তৈরি হবে এখান থেকে। আমরাই জাতীয় দল, বিপিএল ও বিসিএলের জন্য খেলোয়াড় সরবরাহ করব। তবে সভাপতির প্রতি অনুরোধ আপনি এদিকে নজর রাখবেন, এখানে মাঝে মাঝে আসবেন, ক্লাবগুলোর প্রতি দৃষ্টি রাখবেন।’

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ফুটবলের উন্নয়নে তিনি  ও তার প্রতিষ্ঠান সর্বদাই তৈরি। তিনি বক্তব্যে জানান, ‘আমরা  ফুটবলের সঙ্গে আছি। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অব্যাহত কাজ করছি। আমরা মনে করি, এখান থেকে বিপিএল ও বিসিএলের খেলোয়াড় আসবে। আমাদের পক্ষে যতটুকু করার আমরা করব।’ 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আশা প্রকাশ করেন নতুন খেলোয়াড় আসার পথ তৈরি হবে, ‘নতুন লিগ কমিটির অফিস হলো, যার মাঝে হারুন ভাই নতুন  সূচনা নিয়ে এসেছেন। বাফুফের যা যা করার দরকার করবে,  ঢাকার ৪৮টি ক্লাব অন্য অর্থে ফুটবলের মেরুদণ্ড। আপনারা ভালো খেলোয়াড় বানান, পরবর্তীতে বড় ক্লাবগুলো খেলোয়াড়দের কিনে নেবে। ৪৮টি ক্লাবকে অনুরোধ করব, শৃঙ্খলাহীন হবেন না।  আপনাদের ওপর কোনও কিছু চাপিয়ে দেওয়া হবে না।  বাইলজের বাইরে কোনও কিছু মেনেও নেওয়া হবে না। বাইলজের বাইরে আমরা কেউ যাব না।’

হারুনুর রশিদ বলেন, ‘এখন থেকে নিয়মিতভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ হবে।’ 

উল্লেখ্য সাইফ পাওয়ারটেক এর আগে বাফুফের কাছ থেকে চার বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্বও কিনে নিয়েছে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা