X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও রোনালদো

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ০০:৫১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০১:০৫

পুরস্কার হাতে রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন গত মাসে। এবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০১৬ সালের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে পতুর্গিজ যুবরাজের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হয়েছেন দ্বিতীয়। আর তৃতীয় হয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান।

২০০৮ সালের পর আবারও পুরস্কারটি জিতলেন রোনালদো। মাঝে ২০১৩ ও ২০১৪ সালে জিতলেও সেই পুরস্কারটি ফিফা দিয়েছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর সঙ্গে মিলে ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছরের চুক্তি শেষে এবার পুরস্কারটি আলাদা হলেও জয়ীর নাম থাকল একই। ২০১৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর রোনালদো হাতে তুললেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের নতুন ট্রফিটাও।

জুরিখের জমকালো অনুষ্ঠানে ‘দ্য বেস্ট’ নামে ফিফা অ্যাওয়ার্ড চালু হলো এবার থেকে। সেই অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণার আগেই অবশ্য একরকম জানা হয়ে গিয়েছিল পুরস্কার জয়ীর নাম। ব্যালন ডি’অরের মতো ফিফার সেরা খেলোয়াড় হিসেবেও ফেভারিট মানা হচ্ছিল রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে। গত বছরের সাফল্যে যে সবাইকে ছাড়িয়ে রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমে জিতলেন চ্যাম্পিয়নস লিগ, এর পর আবার জাতীয় দল পর্তুগালকে প্রথমবারের মতো জেতালেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

ব্যালন ডি’অরের পর ফিফার সেরা খেলোয়াড়েও মেসি হারলেন তার প্রতিদ্বন্দ্বীর কাছে। ফিফা এককভাবে শেষবার যখন দিয়েছিল পুরস্কারটি, সেই ২০০৯ সালে ট্রফিটা পেয়েছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। ছয় বছর পর আবার যখন এককভাবে পথ চলা শুরু করল ফিফা অ্যাওয়ার্ড, তখন আবার ট্রফিটা উঠল রোনালদোর হাতে।

১৯৯১ সাল থেকে ফিফা চালু করেছে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি। প্রথমবার জিতেছিলেন জার্মানির লোথার ম্যাথাউস। সবচেয়ে বেশিবার জিতেছেন জিনেদিন জিদান ও ব্রাজিলিয়ান রোনালদো, সাবেক দুই রিয়াল কিংবদন্তিই বর্ষসেরা হয়েছেন তিনবার করে।

মেয়েদের ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। তিনি পেছনে ফেলেছেন জার্মানির মেলানিয়ে বেহরিঙ্গার ও ব্রাজিলের মার্তাকে। ফিফা ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!