X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেসিদের নিয়ে সমালোচনা চলছেই

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ১৭:৪০আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৭:৪০

মেসিদের নিয়ে সমালোচনা চলছেই কোপা দেল রের ম্যাচ বুধবার। ন্যু ক্যাম্পে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে যে ম্যাচকে বাঁচামরার মনে করছে বার্সেলোনা। আর এজন্যই জুরিখে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে যাননি দলের কেউই। অথচ বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি ছিলেন বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনে। তাদের এ সিদ্ধান্তকে ভালো চোখে দেখেননি ডিয়েগো ম্যারাডোনা, এমনকি বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দুই লিজেন্ড রবার্তো কার্লোস ও মিচেল সালগাদোও সমালোচনা করেছেন।

লুই সুয়ারেস, নেইমার ও জেরার্ড পিকের সঙ্গে বার্সেলোনা তারকাকে এ জমকালো আয়োজনে প্রত্যাশা করেছিল ফুটবল বিশ্বরা। কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে বার্সেলোনা কর্মকর্তারা জানান, কোপা দেল রে ম্যাচের দ্বিতীয় লেগের প্রস্তুতি নেওয়ার জন্য স্পেনেই থাকবেন তাদের খেলোয়াড়রা।

এমন আচমকা সিদ্ধান্তে হতাশ কার্লোস, ‘আমি খুব হতাশ এবং কষ্ট পেয়েছি যে লিও ও তার সতীর্থরা আসেনি। তাদের অনেক সেরা ফুটবলার আছে এবং এ অনুষ্ঠানে তাদের উপস্থিত দেখলে আমরা সবাই খুশি হতাম।’ সাবেক ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘আমরা সবাই মেসিকে, তাদের অন্য বড় খেলোয়াড়দের ও কোচকে এখানে দেখতে চেয়েছিলাম। এটা ফিফার পুরস্কার। আর ফিফা ফুটবলের শীর্ষ কর্তৃপক্ষ। তাই এখানে প্রত্যেকের থাকা উচিত।’

পুরস্কার জয়ের পর একটু আকার ইঙ্গিতে মেসিদের সমালোচনা করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, ‘এখানে মেসি ও বার্সার অন্য খেলোয়াড়রা থাকলে ভালো লাগত। কিন্তু তাদের একটি কাপ ম্যাচ আছে। তাই তাদের না আসার কারণটা ভালোভাবেই বোঝা যায়।’

রিয়ালের সাবেক রাইট-ব্যাক সালগাদো তো সরাসরি খোঁচা দিলেন বার্সাকে। তার মতে মাদ্রিদের ক্লাবটি সেরা ফর্মে আছে দেখে অনুষ্ঠান বর্জন করেছে কাতালান জায়ান্টরা। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ বর্তশানে বিশ্বের সেরা দল। হয়তোবা এ বিষয়টি বার্সেলোনা খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে। তাদের সেরা খেলোয়াড়দের না পাঠিয়ে বার্সা ভুল করেছে।’

ফিফার সঙ্গে বার্সার বিভিন্ন ঝামেলার কথা উল্লেখ করেছেন সালগাদো। কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থা যে বদলে গেছে সেটাও বার্সাকে জানালেন তিনি, ‘অতীতে ফিফার সঙ্গে ক্লাবটির বিভিন্ন ঝামেলা হয়েছিল শুনেছি। কিন্তু বার্সেলোনাকে বুঝতে হবে ফিফা বদলে যাচ্ছে। বিশ্বের অন্যতম বড় ক্লাবের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করা যায় না।’

এসব সমালোচনাকে খুব বেশি পাত্তা না দিলেও ক্লাবের হয়ে দুঃখ প্রকাশ করেছেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা, ‘বার্সেলোনা ক্লাবের অধিনায়ক হিসেবে আমরা ফিফা ও ফিফপ্রোকে ধন্যবাদ জানাই, তারা বিশ্ব একাদশে রেখে আমাদের সম্মানিত করেছে। কিন্তু এ অনুষ্ঠানে আমাদের অনুপস্থিতির কারণে ক্ষমা চাই। কোপা দেল রেতে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে, এটার প্রস্তুতি নিতেই এ সিদ্ধান্ত আমাদের।’ সূত্র- মার্কা, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা