X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসি ভোট দেননি রোনালদোকে, রোনালদোও দেননি মেসিকে

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ১৭:৫১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৮:০৯

মেসি ভোট দেননি রোনালদোকে, রোনালদোও দেননি মেসিকে লড়াইটা যেখানে বিশ্বসেরা হওয়ার, সেখানে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদো একে অন্যকে ভোট দেন কীভাবে! আগের সব বছরের মতো এবারও ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের পথে মেসি যেমন ভোট দেননি রোনালদোকে, তেমনি পর্তুগিজ যুবরাজের ভোটও পড়েনি আর্জেন্টাইন তারকার বাক্সে।

ফুটবল মাঠে তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী। ‘চিরশত্রু’ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন বলে তাদের লড়াইটা আরও জমজমাট। সেই লড়াই উত্তেজনার পারদ চড়িয়ে দেয় ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে। ২০১৬ সালের পারফরম্যান্সে যেখানে সেরা রোনালদো। ব্যালন ডি’অরের পর জিতেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটাও। মেসির সঙ্গে তার ব্যবধানটা অবশ্য খুব বেশি নয়। রোনালদো পেয়েছেন মোট ভোটের ৩৪.৫৪ শতাংশ, আর মেসির বাক্সের ভোট পড়েছে ২৬.৪২ শতাংশ। তৃতীয় হওয়া আন্তোয়ান গ্রিয়েজমান পেয়েছেন ৭.৫৩ শতাংশ ভোট।

ছয় বছর ফিফা-ব্যালন ডি’অর একসঙ্গে বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে এলেও এবার হয়ে গেছে আলাদা। নতুন করে শুরু করা এই পুরস্কার জয়ী নির্বাচিত হয়েছেন জাতীয় দলের কোচ ও খেলোয়াড়ের সঙ্গে বাছাই করা সাংবাদিকদের ভোটের মাধ্যমে। মেসি ও রোনালদো যেহেতু যথাক্রমে আর্জেন্টিনা ও পতুর্গালের অধিনায়ক, তাই তাদেরও সুযোগ ছিল পছন্দের খেলোয়াড় বেছে নেওয়ার। যেখানে তিনজন পছন্দের খেলোয়াড় (সেরা খেলোয়াড়) বেছে এক, দুই ও তিন নম্বরে রাখার সুযোগ ছিল মেসি-রোনালদোর। মজার ব্যাপার হলো মেসির সেরা খেলোয়াড়ের তালিকায় নেই রোনালদো। আর্জেন্টাইন ফরোয়ার্ড সেরা তিন বাছতে গিয়ে প্রথমে রেখেছেন লুই সুয়ারেসকে, এর পর নেইমারকে, আর শেষে আন্দ্রেস ইনিয়েস্তা।

রোনালদোর সেরার তালিকাতেও নেই মেসি। আর্জেন্টাইন অধিনায়ক যেমন বেছে নিয়েছেন তার বার্সেলোনা সতীর্থদের, তিনিও সেরা তিনে রেখেছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থদের। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের এক নম্বরে গ্যারেথ বেল, দুয়ে লুকা মডরিচকে, আর তিনে সের্হিয়ো রামোস। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ