X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফিফা বর্ষসেরায় বাংলাদেশ অধিনায়ক-কোচের ভোট কই?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১৯:৪০আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৯:৫৮

মামুনুল ইসলাম ও টম সেইন্টফিট খুঁজতে খুঁজতে চোখ ঘোলাটে হয়ে গেলেও পাওয়া গেল না বাংলাদেশের নাম। অধিনায়কের ঘরে তো নেই-ই, এমনকি কোচের ভোটও নেই ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ায়! কেন নেই, তা খুঁজে বের করার চেষ্টা করবে এখন বাফুফে।

ক্রিস্তিয়ানো রোনালদোকে ২০১৬ সালের বর্ষসেরা খেলোয়াড় ঘোষণার পর ভোটের তালিকা প্রকাশ করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সদস্যভুক্ত সব দেশের জাতীয় দল ও কোচ ভোট দিয়েছেন বিশ্বসেরা খেলোয়াড় বাছতে। স্বাভাবিকভাবে সেখানে বাংলাদেশের অধিনায়ক ও কোচের নামও থাকবে। ইংরেজি অক্ষর অনুযায়ী দেশের নাম সাজিয়ে প্রকাশ করা সেই তালিকায় বাংলাদেশের নাম শুরু দিকেই থাকার কথা। কিন্তু খুঁজতে খুঁজতে চোখ ঘোলাটে হয়ে গেলেও পাওয়া গেল না বাংলাদেশের নাম। অধিনায়কের ঘরে তো নেই-ই, এমনকি কোচের ভোটও নেই ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ায়! কেন নেই, তা খুঁজে বের করার চেষ্টা করবে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার রাতে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৬ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। এ বছর ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার কারণে ভোটের ওপর বাড়তি আগ্রহ ছিল সারা বিশ্বের।  সাধারাণত ২১৪টি ফিফা সদস্য দেশের জাতীয় অধিনায়ক, জাতীয় কোচ ও একজন সাংবাদিকের ভোটেই নির্বাচিত হন ফিফার বর্ষসেরা ফুটবলার। বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে তিনটি বিভাগেই ভোট পড়লেও এবার অধিনায়ক ও কোচের ভোট পড়েনি।

ভোট দেওয়ার সর্বশেষ সময় ছিল ২২ নভেম্বর।  ৪ নভেম্বর থকে শুরু হয় ভোটের প্রক্রিয়া। ১০ অক্টোবর এশিয়ান কাপ প্লে-অফ-২তে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর বাংলাদেশের খণ্ডকালীন কোচ বেলজিয়ামের টম সেইন্টফিট বাংলাদেশ ছেড়ে চলে যান বলে হয়তো কোচের ভোট পড়েনি। কিন্তু অধিনায়ক মামুনুল ইসলামের ভোট না পড়ার কারণটি খুঁজে বের করা যায়নি। আর এ প্রসঙ্গে কথা বলতে গেলে পাওয়া গেছে পাল্টাপাল্টি বক্তব্য। মামুনুল বলেছেন এক কথা, বাফুফে বলেছে আবার অন্য কথা। তবে যোগাযোগের যে একটা ফাঁক ছিল, সেটা দুই পক্ষের বক্তব্যে হয়েছে স্পষ্ট।  ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কারে ভোট দেওয়ার ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বাফুফে আমাকে জানায়নি। আমাকে তারা ব্যালন ডি‘অরের পুরস্কারের কথা জানিয়েছিল এবং  আমি তাতে ভোট দিয়েছি, তবে ফিফার ব্যাপারটি আমাকে জাননো হয়নি।’

যদিও মামুনুরের বক্তব্যকে সরাসরি অস্বীকার করেছে বাফুফে। সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উল্টো প্রশ্ন তুলেছেন এই বলে, ‘আমরা স্পষ্টভাবে মামুনুল ইসলামকে ভোট দেয়ার কথাটি জানিয়েছি এবং আমাদের কাছে এটির লিখিত কাগজ আছে। মামুনুল কেন এ কথা বলছেন, তা আমার বোধগম্য নয়।’

অবশ্য তিনি স্বীকার করেন যে তালিকায় বাংলাদেশের অধিনায়ক ও কোচের ভোট না থাকাটা দৃষ্টিকটু দেখায়, ‘আমাদের এখন দেখতে হবে ভুলটা কোথায়। ভোট দেওয়া হয়নি না অন্য কোনও কারণ আছে, সেটি আমরা খুঁজে দেখবো।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা