X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রুমানারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৯:১১আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৯:১৫

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রুমানারা দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৮৬ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক রুমানা আহমেদ।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ইতিবাচক আছি। ভুলগুলো শুধরে ফিল্ডিং আরও ভালো করে ওদের ব্যাটিংটা আটকানোর চেষ্টা করব।’

বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বিস্ময় জন্ম দিয়েছে। আর তাতেই আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ২৫১ রান সংগ্রহ করেছে। রুমানা অবশ্য এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘হোম সুবিধা নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম প্রথম ইনিংসে বল একটু মুভ করবে। দ্বিতীয় ইনিংসে খেলা সহজ হবে। অল্প রানে গুটিয়ে দিয়ে অনায়াসে সেটি তাড়া করার পরিকল্পনা ছিল। সেই সঙ্গে বাতাসের একটা ভূমিকা আছে। এক দিকে প্রচুর বাতাস। আরেক দিকে বোলিং করতে সমস্যা হয়েছে।’

প্রোটিয়া ওপেনার লিজেল লি ৮৭ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন। যদিও বাংলাদেশ শুরুতেই তাকে ফিরিয়ে দিতে পারতো। কিন্তু সহজ ক্যাচ মিস করায় সেটা আর হয়নি, ‘ক্যাচ মিস হাতছাড়া হতেই পারে। তবে এটা অবশ্যই অনেক প্রভাব ফেলেছে। ওকে (লি) আটকানো গেলে অনেক রান বাঁচানো যেত।’

বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের অধিনায়ক প্রাপ্তি খুঁজে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন নিগার সুলতানা। তিনি ৫৯ রানে অপরাজিত থাকেন। রুমানা এটাকেই প্রাপ্তি হিসেবে দেখছেন, ‘ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম হাফ সেঞ্চুরি পেল। বোলাররাও খারাপ করেনি। সবমিলিয়ে খুব যে খারাপ তা কিন্তু নয়।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি