X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টেস্টে এমন নৈপুণ্যকে ‘শুরু’ হিসেবে দেখছেন মুশফিক

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ১৭:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩০

টেস্টে এমন নৈপুণ্যকে ‘শুরু’ হিসেবে দেখছেন মুশফিক ওয়েলিংটনের মতো একটা ভেন্যুতে ৩৫৯ রানের রেকর্ড জুটি!  এটিকে আপনি বাংলাদেশের ক্রিকেটে কোন জায়গায় রাখতে চান? আজকের দিনটিকে কি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এক পা এগোনো মনে করেন?  সংবাদ সম্মেলনে এমন সব প্রশ্নই করা হয়েছিল শুক্রবার ওয়েলিংটন কীর্তির অন্যতম স্রষ্টা বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন মুশফিককে। জবাবে মুশফিক বলেন, ‘তাতো অবশ্যই। এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। কারণ গত এক দেড় বছর আমাদের ঘরের কন্ডিশনে ধারাবাহিকভাবে অনেক ভালো খেলছিলাম। দুই আড়াই বছর পর বাইরে টেস্ট সিরিজ খেলছি। তাই এটা আমাদের জন্যে বেশ চ্যালেঞ্জিং ছিল। আবার শুধু আজকের খেলা নিয়ে বলবোনা যে আমরা অনেক ভালো টেস্ট টিম হয়ে গেছি। তবে এটা বলবো যে এটা আমাদের একটা শুরু এবং এই চ্যালেঞ্জটা যে কাউকে নিতে হতো।’

তিনি আরও যোগ করেন, ‘তামিম-মমিনুল আমাদের যে ভিত্তিটা করে দিয়ে গেছে। তাদের সে ভূমিকা আমাদের ব্যাটিং গ্রুপকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।  অনেক সাহসী করে তুলেছে। তাদের ভিত্তি থেকে শিখে আত্মবিশ্বাস নিয়ে আমরা আজ তা প্রয়োগ করেছি। এটা আমাদের নতুন একটা শুরু। বিদেশের মাটিতে যদি আমরা এভাবে ধারাবাহিকভাবে খেলতে থাকি তাহলে আগামী দুই বছরে আমাদের বিদেশের রেকর্ডগুলো অনেক ভালো হবে।’

শুরুটা ভালো হলেও মুশফিক অবশ্য বেশ সতর্ক। কারণ এখনও বাকি তিনটি দিন। সাকিব-মুশফিকের জুটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের ইনিংসের একটি ভালো দিক অবশ্যই  আছে। কিন্তু এরপরও ভুললে চলবে না টেস্টের বাকি আছে আরও তিনদিন। কারণ রেজাল্ট অনেক কিছু হতে পারে। তবে প্রথম দু’দিনের খেলার পর  অবশ্যই ভালো লাগছে। বিদেশের মাটিতে এই নিউজিল্যান্ডে এই মাঠে এটি অবশ্যই একটি রেকর্ড। এই রেজাল্টটা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তখন নিশ্চয়ই আরও ভালো লাগবে। এটার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করবো। এখন পর্যন্ত শুধু মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্যে এটি একটি সেরা জুটি।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক