X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়াই জিতল

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩

দারুণ এক ক্যাচ ধরা মার্শকে ঘিরে সতীর্থদের উদযাপন পাকিস্তানের পরিশ্রমী বোলারদের কাছে শুরুতেই ভেঙে গেল অস্ট্রেলিয়ার টপ অর্ডার। এরপর আশার আলো দেখালেন ম্যাথু ওয়েড। বোলারদের পারফরম্যান্সে খুশিই হয়েছিলেন সফরকারী অধিনায়ক আজহার আলী। কিন্তু তার ব্যাটসম্যানরা অসি পেসারদের তোপ সামলাতে পারলেন না। ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে ৯২ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

শুক্রবার গ্যাবায় ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদের সম্মুখীন অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে টানা দুই বলে মোহাম্মদ আমির সাজঘরে ফিরিয়ে স্বাগতিকদের দুর্দশার শুরুটা করেন। সেই ধাক্কা সামাল দিতে পারেননি ট্রেভিস হেড ও নবাগত ক্রিস লিন। মিচেল মার্শ ও জেমস ফকনারও ২২ গজে খুব বেশিক্ষণ থাকেননি। মাত্র ৭৮ রানে ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার।

এমন অবস্থায় দলের হাল ধরলেন গ্লেন ম্যাক্সওয়েল, খেললেন ৭ চারে সাজানো ৬০ রানের ইনিংস। ওয়েডের সঙ্গে ষষ্ঠ উইকেটে তার ৮২ রানের জুটিটি ছিল উল্লেখ করার মতো। ম্যাক্সওয়েল সাজঘরে ফিরলে উপযুক্ত সঙ্গী পাননি ওয়েড। কিন্তু যেটুকু পেরেছেন দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করেছেন তিনি। অক্টোবরের পর থেকে কোনও ফরম্যাটে হাফসেঞ্চুরি না পাওয়া ওয়েড ৬৫ বলে পঞ্চাশ ছোঁন। এখানেই শেষ নয়। ইনিংসের শেষ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন ওয়েড।

ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান করার পথে প্যাট কামিন্সের সঙ্গে ৪২, মিচেল স্টার্কের সঙ্গে ২৩ ও শেষ ব্যাটসম্যান বিলি স্ট্যানলেকের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ওয়েড। তার ১০০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ২৬৮ রান।

পাকিস্তানের হাসান আলী সর্বোচ্চ তিনটি এবং দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিংয়ে ধস। ফকনার ও কামিন্সের তোপে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। সর্বোচ্চ ৩৩ রান করেন বাবর আজম। মাত্র ৪২.৪ ওভারে পাকিস্তানের ইনিংস ১৭৬ রানে গুটিয়ে যায়।

ফকনার চারটি উইকেট নেন। তিনটি উইকেট শিকার করেন কামিন্স। ম্যাচসেরা হয়েছেন ওয়েড। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী