X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছেন মুশফিক

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৬

 

আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছেন মুশফিক মাঠে ও সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস ছিল তার চোখেমুখে। এ রকম একটা ইনিংসের পর কার না এমন আত্মবিশ্বাস জন্মায়? তবে সতর্ক মুশফিক।

হাতে এখনও আছে তিন উইকেট, স্কোরবোর্ডে রান জমা পড়েছে ৫৪২। তৃতীয় দিন সকালেই কি ইনিংস ঘোষণা করবেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম! শুক্রবারের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই বারবার উঁকি দিচ্ছিল নিউজিল্যান্ডের সাংবাদিকদের মনে। কোনও একজন প্রশ্ন করেই বসলেন। আত্মবিশ্বাসী কণ্ঠে মুশফিকও দিলেন জবাব, ‘আমাদের স্কোরবোর্ডে আরও চাই ৫০ রান। ক্রিজে আমাদের একজন ব্যাটসম্যান (সাব্বির) আছে, টেল এন্ডাররাও আছে। আমরা যদি আরও পঞ্চাশটার মতো রান পাই এবং শুরুতেই নিউজিল্যান্ডের কয়েকটি উইকেট ফেলে দিতে পারি তাহলে বেশ চাপে ফলতে পারব।’ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের পরবর্তী পরিকল্পনার কথা এভাবেই জানালেন রেকর্ড জুটির এ অংশীদার।
বাংলাদেশের রেকর্ড ইনিংস নিয়েও প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন আরেক কিউই সাংবাদিক। এমনটা দরকার ছিল বললেন মুশফিক, ‘বিদেশের মাটিতে আমাদের দক্ষতা দেখাতে এর প্রয়োজন ছিল। এর আগে আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে প্রচণ্ড চাপে পড়েছি। তাই আমাদের জাতির জন্যে এমন কিছু করা দরকার ছিল।’

অনেক প্রতিবন্ধকতা জয় করে এমন পারফরম্যান্স অনুপ্রাণিত করছে মুশফিককে, ‘নিজেদের কন্ডিশনে নিউজিল্যাল্ড দল অনেক শক্তিশালী একটা দল। ওয়েলিংটনের কন্ডিশন জয় করাটাও আমাদের জন্যে সহজ ছিল না।’ কিউইদের দুর্বলতার কারণে দুই দিনে বাংলাদেশ সফল হয়েছে মানতে নারাজ মুশফিক, ‘তারা অনেক চেষ্টা করেছে। ভালো বল করেছে। আমরা টিকে থাকার চেষ্টা করেছি। সুবিধামতো মেরেছি। এভাবে আমাদেরটা আমরা অর্জন করেছি।’

মুশফিকের মতে টেস্টের তৃতীয়-চতুর্থ দিন উইকেটের অবস্থা আরও পাল্টাতে পারে। সেক্ষেত্রে বোলাররা সুবিধা পাবে মনে করছেন তিনি। বিশেষ করে সাকিব আল হাসানের বোলিংয়ের কথা বললেন তিনি, ‘সাকিব আমাদের অভিজ্ঞ একজন বোলার। কোন পরিবেশ-পরিস্থিতিতে কী করে বল করতে হয় জানে সে। আমরা শুরুতে তাদের কিছু উইকেট নিয়ে চাপে ফেলার চেষ্টা করব। এরপর চেষ্টা করব ভালো খেলার।’ এভাবে ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার পরিকল্পনার কথা বলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

মাঠে ও সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস ছিল তার চোখেমুখে। এ রকম একটা ইনিংসের পর কার না এমন আত্মবিশ্বাস জন্মায়? তবে সতর্ক মুশফিক, ‘ম্যাচের এখনও তিনদিন বাকি। যে কোনও কিছু ঘটতে পারে। আল্লাহ চেয়েছেন বলে আমরা এতোটা ভালো খেলেছি। আল্লাহ যেন আমাদের সহায় হন।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা