X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চ্যাপেলকে একহাত নিলেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ১৯:৩৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৯:৪৬

মিসবাহ উল হক অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান টানা ১২ টেস্ট হারের পর ইয়ান চ্যাপেল বেশ বড় খোঁচা দিয়েছিলেন সফরকারীদের। এবার সাবেক অসি ক্রিকেটারের সমালোচনার জবাব দিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।

ভবিষ্যতে পাকিস্তানসহ এশিয়ার অন্য দেশগুলোকে আমন্ত্রণ জানানোর আগে অস্ট্রেলিয়াকে আরও ভাবা উচিত- এমনটাই মন্তব্য করেছিলেন চ্যাপেল। কিন্তু তার কাছ থেকে এমন মন্তব্যকে ‘অযাচিত’ ও ‘বেমানান’ বলেছেন মিসবাহ।

এক কলামে চ্যাপেলের সমালোচনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘তার মতো মর্যাদাবান ক্রিকেটারের কাছ থেকে এমন মন্তব্য অযাচিত এবং বেমানান।’

এরপর চ্যাপেলের মন্তব্যই যেন বুমেরাং হয়ে ফিরল মিসবাহর ওই কলামে। ভারত, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কায় সম্প্রতি টানা ৯ টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। আর এশিয়ায় ২০০৮ সাল থেকে ১৮ টেস্ট খেলে ১৩টিই হেরেছে অসিরা এবং জিতেছে মাত্র ১টি। এ পরিসংখ্যান মনে করিয়ে দিলেন মিসবাহ, ‘সম্প্রতি প্রতিপক্ষের মাটিতে অস্ট্রেলিয়া বারবার পরাজিত হয়েছে। মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারা যেই শ্রীলঙ্কা দলে নেই, সেই শ্রীলঙ্কার কাছে সব ম্যাচ হেরেছে। তাদের প্রতিপক্ষ দলে এমন কয়েকজন খেলোয়াড় ছিল যারা তখনও ১০ টেস্টও খেলেনি।’

এছাড়া দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার কথাও স্মরণ করালেন মিসবাহ, ‘সম্প্রতি তারা সংযুক্ত আরব আমিরাতে আমাদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে এবং ভারতেও। যদি আমরা চ্যাপেলের মন্তব্য ধরে অস্ট্রেলিয়াকে নিয়ে বলি, তাহলে কী বলব যে তারা যদি উপমহাদেশে নিয়মিত হারতে থাকে তাহলে তাদেরও সেখানে না যাওয়া উচিত।’

চ্যাপেলের কাছেও প্রশ্ন রাখলেন পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক, ‘যদি অস্ট্রেলিয়া এশিয়া সফরে না যায় এবং এশিয়ান দলগুলো অস্ট্রেলিয়া না যায় তাহলে কীভাবে তারা উন্নতি করবে?’

এখন দেখা যাক চ্যাপেল কোনও উত্তর দেন কি না! সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া