X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জয়ের সম্ভাবনা দেখছেন ল্যাথাম

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৫২

ল্যাথাম ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে কিউই সেঞ্চুরিয়ান এবং সর্বোচ্চ রান করা টম ল্যাথামের মতে টেস্টের চতুর্থ দিনে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে স্বাগতিকরা। এখন যদি বাংলাদেশ দল পঞ্চম দিনে অর্থাৎ সোমবার তাদেরকে আড়াইশ রানের টার্গেটও দেয় তাহলে তা টপকে তাদের পক্ষে জয় সম্ভব বলেই মনে করেন তিনি। ল্যাথাম বলেন, ‘ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের উইকেটটি এখন পুরোদস্তুর ব্যাটিং উইকেট। টেস্টের শেষ দিনে এখানে মজার কিছু ঘটতে পারে। এখানকার উইকেট এখন পুরোপুরি ব্যাটিং উইকেট। টেস্টের পঞ্চম দিনে এখানে যারা লম্বা জুটি করতে পারবে তাদেরই জয়ের সম্ভাবনা থাকবে।’

ম্যাচে কিউইরা দারুণ ভাবে ফিরে এসেছে দাবি করে ল্যাথাম বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ৫৩৯ রান করেছি। বাংলাদেশ দলের লিড এখন মাত্র ১২২। এরমাঝে আমরা তাদের কয়েকটি উইকেট ফেলে দিয়েছি। এটাকেতো আমরা আমাদের দারুণভাবে ফিরে আসাই বলবো। আমরা পাকিস্তান দলের বিরুদ্ধেও টেস্টের পঞ্চম দিনে দারুণ সাফল্য পেয়েছি।’

সেক্ষেত্রে সোমবার শেষ দিনে লক্ষ্য কী থাকবে জানতে চাইল কিউই তারকা আরও বলেন, ‘সোমবার সকালে আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের তাড়াতাড়ি কিছু উইকেট ফেলে দিয়ে তাদেরকে চাপের মধ্যে ফেলা। আজ রাতে আরও পরিকল্পনা করে কাল সকালে আমরা সেই কাজটাই করবো।’

প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৯০-এর বেশি রান করে তাদের হতাশায় ফেলে দিয়েছিল সফরকারীরা। এ প্রসঙ্গটি উল্লেখ করে ল্যাথাম বলেন, ‘এটি বিশাল একটি স্কোর যাতে আমাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল। আমরা যখন আমাদের প্রথম ইনিংস শেষ করি তখনও অতিথিদের কাছ থেকে ৫০ রানের বেশিতে পিছিয়ে ছিলাম। এটি ছিল আরও হতাশার। কিন্তু শেষ সেশনে তিনটি উইকেট ফেলে দিতে পারায় আমরা আবার দারুণভাবে ম্যাচে ফিরে এসেছি। কিন্তু এখনও পুরো একটি দিন পড়ে আছে। এরমাঝে অনেক কিছুই ঘটতে পারে।’

কিউই এই ওপেনার আরও বলেন, ‘বাংলাদেশ দল যখন একজন স্পিনারকে দিয়ে তাদের বোলিং আক্রমণ শুরু করে তখন আমরা বেশ অবাকই হয়েছিলাম। এরপরও আমি দীর্ঘ সময় উইকেটে টিকে থেকে দলকে ভালো সমর্থন দিতে পারায় খুব খুশি।’

বাংলাদেশ দলে আন্তর্জাতিকমানের স্পিনার থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদেরকে আমাদের দেখেশুনে খেলতে হয়েছে।’

উল্লেখ্য, ১৭৭ রান করার পর সাকিব আল হাসানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান টম ল্যাথাম।

/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা