X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আশা ছাড়েননি তাসকিন

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪৬

আশা ছাড়েননি তাসকিন টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনটা বাংলাদেশের জন্যে ভালো যায়নি। এই পরিস্থিতিকে কীভাবে দেখছেন তাসকিন? জানতে চাইলে সংবাদ সম্মেলনে দলের পক্ষে তাসকিন বলেন, ‘এই পরিস্থিতিটা আমাদের জন্যে খুবই কঠিন। কারণ দিনের শেষ মুহূর্তে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি। এটা আমাদের জন্যে মোটেই ভালো কিছু নয়।’ তবে শেষ দিকে দ্রুত উইকেট পড়লেও আশা ছাড়েননি তাসকিন। তার মতে, ‘আমরা আশা ছেড়ে দেইনি। আগামীকাল নতুন একটা দিন হবে। আশা করছি আমাদের ব্যাটসম্যানরা ভালো কিছু করবেন।’

তাহলে এই অবস্থায় জয়ের চেষ্টা না করে পরাজয়  এড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ? এমন প্রশ্নে তাসকিনের উত্তর, ‘আসলে বিষয়টি সোমবার সকালে আমাদের ব্যাটসম্যানদের ওপর নির্ভর করবে। উইকেট এখন খুবই ফ্ল্যাট উইকেট। আমাদের ব্যাটসম্যানরা যদি উইকেটে সেট হয়ে যেতে পারেন তাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব।’

এই অবস্থায় বাংলাদেশ দল চিন্তিত কিনা জানতে চাইলে তাসকিন বলেন, ‘কিছুটা চিন্তিত। আমাদের কমপক্ষে তিনশ রানের বড় টার্গেট গড়ার চেষ্টা থাকবে।’

বাংলাদেশ দলে মমিনুল, সাকিবরা আছেন। তারা চাইলে ভালো স্কোর করতে পারেন। কারণ উইকেট এখন ব্যাটিং বান্ধব- এ বিষয়টি উল্লেখ করে ওয়েলিংটন টেস্টে অভিষিক্ত তাসকিন বললেন, ‘অবশ্যই উইকেটটি এখন ব্যাটিং উইকেট। আমরা প্রথম ইনিংসে ভালো করেছি। ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করেছি। স্বাগতিকরাও ভালো ব্যাটিং করে ৫৫০-এর মতো রান করেছে। এখন আমাদের ব্যাটসম্যানদের সতর্কভাবে সোমবারের সকালটা শুরু করতে হবে। কারণ কিউইদের বোলিং আক্রমণও যথেষ্ট মেধাবী এবং শক্তিশালী।’

এরপরই বাংলাদেশের শেষ বিকালটার বিষয় সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসে। টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালটায় বাংলাদেশ দল এলোমেলো হয়ে গেলো কিনা জানতে চাইলে তাসকিন বলেন, ‘দিনের শেষে কয়েকটা উইকেট যাওয়াটা আমাদের জন্যে সমস্যা হয়ে গেলো। আশা করি সোমবার আমরা ভালো ব্যাটিং করবো। তবে ‍আমাদের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। ইমরুল ভাই খুব ভালো ব্যাটিং করছিলেন। দুর্ভাগ্যক্রমে তিনি চোটে পড়ায় আমাদের চমৎকার শুরুটায় গড়বড় হয়ে গেলো। তার তাড়াতাড়ি ফিরে আসার জন্যে দোয়া করবো।’

বদলি কিপার হিসেবে টেস্টে ইতিহাস গড়েছেন ইমরুল কায়েস। ইনিংসে নিয়েছেন সর্বাধিক ক্যাচ। সেই ইমরুলের কিপিং সম্পর্কে তাসকিন বলেন, ‘ইমরুল ভাই অসাধারণ কিপিং করেছেন। পাঁচটি ক্যাচ ধরেছেন। তিনি এতটা ভালো করবেন তা আমরা আশা করিনি।’

মুশফিকের চোটের পর ইমরুলের চোট ড্রেসিং রুমে কোনও প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, ‘ইমরুল ভাইয়ের চোটটা আমাদের মনে খুব দাগ কেটেছে। দিনের শেষ বলে মিরাজ আউট হওয়াতেও সবাই খুব কষ্ট পেয়েছে। কিন্তু কাল একটি নতুন দিন। নতুন দিনে নতুন চিন্তা নিয়েই আমরা মাঠে আসবো। আমাদের দলে চমৎকার একটি পারিবারিক পরিবেশ আছে। যে কোনও বিপর্যয়ে একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়ায়। এরজন্যে এই মানসিক পরিস্থিতি বেশিক্ষণ লম্বা হবে না আশা করছি।’

/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!