X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন আহত মুশফিক

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৬ জানুয়ারি ২০১৭, ০৫:৩৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৬:৪৫

অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে মুশফিককে দ্বিতীয় ইনিংসের শুরুতে রান নিতে গিয়ে বাঁ উরুতে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন ইমরুল কায়েস। এবার মুশফিকুর রহিম আহত হয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেন।

৪২.৫ ওভারে টিম সাউদির একটি শর্ট বলকে বাউন্সার ভেবে বসে পড়েন মুশফিক। কিন্তু ১৩৫ কিলোমিটার গতির বলটি বাংলাদেশের অধিনায়কের হেলমেটের পেছনে লাগে। ব্যথা নিয়ে পড়ে যান তিনি। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা একটু ভয়ই পেয়েছিলেন। তামিম ইকবালও মাঠে ছুটে আসেন মুশফিকের খোঁজ নিতে। অ্যাম্বুলেন্স মাঠে ঢুকে পড়ে। কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় মুশফিককে। 

পঞ্চম দিন শুরুতেই দুই উইকেট হারানোর পর ৫৩ বলে ১৩ রানের ইনিংসে ভালো প্রতিরোধ গড়েছিলেন মুশফিক। অথচ চোটের কারণে তার মাঠে নামা সংশয়ে ছিল।

মুশফিকের চোটে বেসিন রিজার্ভের মাঠের প্রবাসী বাংলাদেশিদের মন খারাপ। দল ভালো অবস্থায় নেই। সাব্বির আর মুশফিক প্রতিরোধ গড়ার চেষ্টা করে যাচ্ছিলেন। সেই মুশফিকই হঠাৎ সাউদির বলে মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পড়লেন উইকেটের মধ্যে। ওই সময়ে আমরা গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশি একটি পরিবারের সঙ্গে কথা বলছিলাম। দলের খারাপ অবস্থার মধ্যে মুশফিককে লুটিয়ে পড়তে দেখে ‘অহ নো’ বলে চিৎকার করে ওঠেন জনাব শফিকের মেয়েটি। এরপর সে চোখ বন্ধ করে দেয়।

মিসেস শফিক জানার চেষ্টা করছিলেন মুশফিকের আঘাতটা কোথায়। আঘাতটা তার মাথায়, হেলমেটের পেছন দিয়ে মাথায় লেগেছে, এমন শুনে তার চোখ দুটি ছলছল করে ওঠে।

মুশফিককে বহনকারী অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে পরীক্ষা-নিরীক্ষার জন্যে মুশফিককে ওয়েলিংটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের একটি সূত্র বলেছে, মুশফিকের চেতনা আছে। মুশফিক মাঠে ফিজিও ডিন কনওয়ের সঙ্গে কথা বলেছেন। হাসপাতালে যাওয়ার আগে তিনি ফোনে কথা বলেছেন তার স্ত্রীর সঙ্গেও ।

উল্লেখ্য খেলা দেখতে মুশফিকের স্ত্রী এখন বেসিন রিজার্ভের মাঠেই রয়েছেন। 

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!