X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাফসেঞ্চুরি করেই আউট সাব্বির, নেমেছেন ইমরুল

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ০৭:১৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৭:১৫

হাফসেঞ্চুরি করেই আউট সাব্বির, নেমেছেন ইমরুল পঞ্চম ও শেষদিন মাঠে নেমেই বিপদে পড়েছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৭১ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। এছাড়া মুশফিকুর রহিম রিটায়ার্ড হার্ট হন। সব মিলিয়ে লাঞ্চের আগের সময়টা মোটেও ভালো কাটেনি সফরকারীদের। দ্বিতীয় সেশনে টানা হাফসেঞ্চুরি করে সাব্বির রহমান প্রতিরোধ গড়লেও আশাহত করেন। টানা দুই ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ। সাব্বির থামেন ৫০ রানে। আগের ওভারে কামরুল ইসলাম রাব্বী সাজঘরে ফেরেন।

চোট থেকে সেরে ওঠায় ইমরুল কায়েস ব্যাট হাতে নেমেছেন। ২৮ রানে অপরাজিত তিনি। অপর প্রান্তে খেলছেন শুভাশীষ রায়। দ্বিতীয় ইনিংসে ৫৬ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করেছে বাংলাদেশ। তারা এগিয়ে ২০৮ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য ড্রর মিশনে নেমেই সাকিব আল হাসান বিদায় নেন। মিচেল স্যান্টনারের বলে মাত্র ৫ বলে শেষ হয় তার ইনিংস। বাংলাদেশের ব্যাটিংয়ের আরেক স্তম্ভ মমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর তাসকিন আহমেদ বিদায় নেন দ্রুত।

প্রথম ইনিংসে ২১৭ রান করা সাকিব এবার রানের খাতাই খুলতে পারেননি। দিনের দ্বিতীয় ওভারে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। মমিনুল ২৩ রানে নেইল ওয়াগনারের বলে কলিন ডি গ্রান্ডহোমের তালুবন্দী হন।

সাব্বির রহমানকে সঙ্গ দিতে নেমে মুশফিকুর রহিম প্রতিরোধ গড়েন। কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হলো ১৩ রানে। এরপর নামেন তাসকিন আহমেদ। কিন্তু উপযুক্ত সঙ্গ দিতে পারেননি তিনি। ২৩ বল খেলে মাত্র ৫ রানে ট্রেন্ট বোল্টের শিকার হন তাসকিন।

৫০ রানে অপরাজিত সাব্বিরকে সঙ্গ দিতে নামেন কামরুল ইসলাম রাব্বী।

৩ উইকেট হারিয়ে ৬৬ রানে সোমবার খেলা শুরু করে বাংলাদেশ।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রয়লার মুরগির দাম কেন বাড়ছে জানেন না কেউ
ব্রয়লার মুরগির দাম কেন বাড়ছে জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়