X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘সব মিলিয়ে এটি ছিল আকর্ষণীয় একটি টেস্ট’

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৬ জানুয়ারি ২০১৭, ১৭:১৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৭:২৩

‘সব মিলিয়ে এটি ছিল আকর্ষণীয় একটি টেস্ট’ ওয়েলিংটন টেস্ট ছিল একটা আকর্ষণীয় টেস্ট। পাঁচদিন ধরে এই টেস্ট চলেছে। অনেক উত্থান-পতন ছিল। সেই সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই টেস্টে নিজেদের জাত চিনিয়েছেন। নিউজিল্যান্ডের পরিবেশে উপমহাদেশের কারও এত লম্বা সময় ধরে ব্যাট করা! এটাইতো যে কোনও ব্যাটসম্যানদের জাত চেনানো। সোমবার ম্যাচ শেষে কেন উইলিয়ামসন তেমন ইঙ্গিত দিয়ে বলেন, ‘সব মিলিয়ে এটি ছিল খুব আকর্ষণীয় একটি টেস্ট। প্রথম ইনিংসে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলই এখানে দুর্দান্ত ব্যাটিং করেছে।’

সেরকমটি হয়ে থাকলে ম্যাচের টার্নিং পয়েন্টটা কী ছিল? এমন প্রশ্নের উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমাদের প্রেক্ষাপটে একটা টার্নিং পয়েন্ট ছিল। আর সেটা হলো প্রথম ইনিংসে রান সংগ্রহে বাংলাদেশ দলের কাছাকাছি চলে যেতে পেরেছিলাম। দ্বিতীয় ইনিংসেও আমরা দ্রুত লক্ষ্যমাত্রায় পৌঁছে যাই।’

ওয়ানডে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ভুলগুলো সবাই দেখেছে। টেস্টের দ্বিতীয় ইনিংসেও কি বাংলাদেশের সেই ভুলগুলো ফিরে এসেছে? এমন প্রশ্নে উইলিয়ামসন অবশ্য একমত হতে পারেননি, ‘টেস্টের শেষের দিকে যে কোনও দলের পক্ষে বা বিপক্ষে যে কোনও কিছু ঘটতে পারে। বাংলাদেশ দল প্রথম ইনিংসে প্রায় ৬০০’র মতো রান করেছে। এরপর আমাদের আউট করতে দীর্ঘ সময় ধরে বল করেছে। কাজেই টেস্টে এমন যে কোনও সময় যে কোনও মোড় বদলের ঘটনা ঘটতেই পারে।’

সেই টেস্টে মুশফিকের ইনজুরিকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা উল্লেখ করে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘মুশফিক বাংলাদেশ দলের একজন সিনিয়র খেলোয়াড়। অনেক দিন ধরে দলকে সার্ভিস দিচ্ছেন। প্রথম ইনিংসে তিনি চমৎকার একটি ইনিংস খেলেছেন। দুর্ভাগ্যজনক ভাবে তিনি এখানে চোটের শিকার হন। খুব স্বাভাবিক, এ ঘটনা বাংলাদেশের পক্ষে যায়নি। সৌভাগ্য হচ্ছে মুশফিককে আবার আমাদের মধ্যে ফিরে পেয়েছি।’

উইলিয়ামসন আরও বলেন যে এই টেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের জাত চিনিয়েছে।  তার মতে, ‘উপমহাদেশের ব্যাটসম্যান যারা আমাদের কন্ডিশনে এত লম্বা সময় ধরে টিকে থেকে সফল হয়, তারা আসলেই বিশেষ কিছু। বাংলাদেশের টার্গেট স্পর্শ করাটা আমাদের জন্যে সহজ ছিল না। আমরা কিছু জুটি গড়তে পেরেছিলাম বলেই সেটি সম্ভব হয়েছে।’

সংবাদ সম্মেলনে উইলিয়ামসন স্বীকার করেন যে তৃতীয় ওভারে আম্পায়ারদের কাছ থেকে তাদের বোলার একটি সতর্কবার্তা পেয়েছেন। উইলিয়ামসন বলেন, ‘দুই দলের বোলাররাই তাদের সুবিধামতো শর্ট বল খেলেছে। দুর্ভাগ্যক্রমে এর একটি গিয়ে আঘাত করেছে মুশফিককে। এই ঘটনায় আমরা দুঃখিত। তাকে আবার আমাদের মধ্যে দেখে ভালো লাগেছে।’

সাকিবের উইকেট সম্পর্কে তিনি বলেন, ‘তার ওই শটের টাইমিংটা ভালো ছিল না। তার উইকেট ওই সময় এভাবে পাওয়াতে আমাদের জন্যে খুব ভালো হয়েছে। কারণ প্রথম ইনিংসে সে ডাবল সেঞ্চুরি করেছে।’

উইলিয়ামসন আশা প্রকাশ করেন যে ওয়েলিংটনের মতো ক্রাইস্টচার্চ টেস্ট আরও আকর্ষণীয় হবে।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ