X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খেলোয়াড়রাই বাংলাদেশের দূত : বীরেন শিকদার

বাগেরহাট প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২০:১৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:৫২

খেলোয়াড়রাই বাংলাদেশের দূত : বীরেন শিকদার ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন উজ্জ্বল এক নাম। গত দুই বছরে বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে মাশরাফিরা নিজেদের নিয়ে গেছেন অনন্য উঁচুতে। শুধু ক্রিকেটে নয়, ক্রীড়া অঙ্গনের অন্য খেলাতেও এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের খেলাধুলার উন্নয়নের সেই দিকগুলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার তুলে ধরেছেন বাগেরহাটে। মঙ্গলবার শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খেলোয়াড়দের বাংলাদেশের দূত হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ‘খেলা শুধু একটি জাতির আনন্দ, বিনোদন বা শরীর গঠনের বিষয় নয়। খেলা হলো একটি জাতির পরিচয়। এ দেশের খেলোয়াড়রা যখন পৃথিবীর বিভিন্ন স্টেডিয়ামে জয় পেয়ে লাল সবুজের পতাকা নিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করে, তখন নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ উপলব্ধি করি। ওরাই বাংলাদেশের দূত।’ মন্ত্রী আরও যোগ করেন, ‘পদ্মা সেতু  হয়ে গেলে দক্ষিণাঞ্চলের মানুষের চেহারা বদলে যাবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন।’

বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম উদ্বোধনের পর পরই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে তৃতীয়বারের মতো শেখ আবু নাসের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বীরেন শিকদার। বাগেরহাট ডিএফএ’র সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান জানিয়েছেন, এ বছর রাজধানী ঢাকার দুটি ক্লাব সহ বিভিন্ন জেলার ১১টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন, রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংসদ, খুলনার শহীদ শেখ কামাল স্মৃতি সংসদ সহ কুষ্টিয়া, চুয়াডা্ঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদাহ, বরিশাল ও স্বাগতিক বাগেরহাট জেলা দল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলেকে দেওয়া হবে দেড় লাখ টাকা ও রানার্স আপ দল পাবে ১ লাখ টাকা।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা ও সংরক্ষিত মহিলা এমপি হ্যাপী বড়াল।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা ১-০ গোলে গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!