X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কোহলির চেয়ে শচীন বেশি ভালো: ইউসুফ

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ১৩:১৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:১৮

কোহলি ও শচীন বিরাট কোহলির পারফরম্যান্স বিস্ময়ে অভিভূত হওয়ার মতো। কিন্তু ভারতের বর্তমান অধিনায়কের চেয়ে শচীন টেন্ডুলকারকে সেরা পারফরমার মানেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান।

ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক কোহলির, সেই হিসাবে ৮ বছরের অভিজ্ঞতা। সাবেক গ্রেট শচীনের ২৪ বছরের অভিজ্ঞতার তুলনায় সময়টা খুবই কম। কিন্তু এরই মধ্যে তিনি ব্যাট হাতে দুরন্ত-দুর্বার পারফরমারের পরিচয় দিয়েছেন। ভারতের জীবন্ত কিংবদন্তির সঙ্গে প্রায় সময়ই তুলনা করা হচ্ছে ২৮ বছর বয়সীকে। এমনটা চলতে থাকলে কোহলি ধরে ফেলবেন শচীনকে কিংবা ছাড়িয়েও যেতে পারেন- এমন ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে। তবে মোহাম্মদ ইউসুফের মতে শচীন শচীনই।

এক সাক্ষাতকারে পিটিআইর কাছে এ দাবির পেছনে যুক্তি তুলে ধরলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান, ‘কোহলির ভূমিকাকে কোনোভাবে পিছিয়ে রাখছি না। সে চমৎকার প্রতিভা। কিন্তু আমি শচীনকে অনেক বেশি এগিয়ে রাখব। কারণ অন্য এক যুগে সে খেলেছে; সেরা দল, ফাস্ট বোলার ও স্পিনারদের বিপক্ষে তাকে খেলতে হয়েছিল।’

অতীতের সঙ্গে বর্তমান খেলোয়াড়দের গুণমানের বেশ ফারাক মনে করছেন ইউসুফ, ‘আজকাল খেলোয়াড়দের গুণমান একই রকম নয়, যেমনটা ছিল ৯০ এর দশকে ও ২০১১ সাল পর্যন্ত। ২০১১ সালের বিশ্বকাপের পর থেকে মান নেমে গেছে। শচীন ছিল একজন বিশ্বমানের খেলোয়াড়। আর এটা প্রমাণিত হয় সব ধরনের কন্ডিশনে সব ফরম্যাটে শক্তিশালী দলগুলোর বিপক্ষে তার রান ও শতকের সংখ্যা দিয়ে।’ ২৮৮টি ওয়ানডে খেলা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আরও যোগ করেছেন, ‘আমি শচীনের বিরুদ্ধে অনেক খেলেছি। সে অসাধারণ ছিল। অনেকবার ম্যাচজয়ী ইনিংস খেলেছে সে। আমি মনে করি না কোহলি একই মানের বোলার বা প্রতিপক্ষকে মোকাবিলা করছে।’ সূত্র- পিটিআই

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা