X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বার্সা চাইলে থাকবেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫৭

লিওনেল মেসি দিন যতই যাচ্ছে, বাড়ছে বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা। ক্লাব সতীর্থরা দাবি করছেন- নিঃসন্দেহে চুক্তি নবায়ন করবেন মেসি। কিন্তু মিডিয়ার দাবি, পেপ গার্দিওলার শিষ্য হতে ম্যানসিটিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। আরও বেশ কয়েকটি বড় ক্লাবের আগ্রহের কথা শোনা যাচ্ছে। এনিয়ে বার্সার কোচ ও ক্লাব কর্মকর্তারাও চুপ। এতদিন এনিয়ে খুব বেশি মুখ খোলেননি মেসি নিজেও। অবশেষে ন্যু ক্যাম্পে নিজের ভবিষ্যত নিয়ে বললেন ২৯ বছর বয়সী।

মেসি যেটা বলেছেন সেটা বার্সা ভক্তদের জন্য সুখবর। ন্যু ক্যাম্পেই থেকে যাওয়ার ইচ্ছা আর্জেন্টাইন ফরোয়ার্ডের। অর্থাৎ কাতালান জায়ান্টদের সঙ্গে নতুন চুক্তির শক্ত আভাস দিলেন মেসি। ইংল্যান্ডের শীর্ষ লিগে যাওয়ার চিন্তাভাবনা করছেন কি না ‘কোচ’ ম্যাগাজিনের এ প্রশ্নে তার জবাব, ‘আমি সবসময় বলেছি যে বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে এবং তারা যতদিন আমাকে চায় আমি ততদিন এখানে আছি।’

এ মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন মেসি। লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে এখনও টিকে আছে বার্সা। যদিও এক ম্যাচ বেশি খেলে লিগে রিয়ালের চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। এ তিনটি প্রতিযোগিতার মধ্যে কোনোটাকে বেশি বা কম প্রাধান্য দিচ্ছেন না ২৯ বছর বয়সী ফরোয়ার্ড, ‘বার্সেলোনায় আমরা সব জিততে চাই। মৌসুমের শুরুতে আমাদের নিয়ে প্রত্যাশা ছিল যে আমরা সবকিছু জিততে পারি। আমরা একটি চেয়ে আরেকটি শিরোপাকে বেশি প্রাধান্য দেই না।’

জয়ের জন্য সবসময় মরিয়া থাকেন মেসি। হারতে একটুও পছন্দ না তার, ‘আমি হারতে ঘৃণা করি। খেলা শেষে এটা শুধু আমাকে কয়েক ঘণ্টা নয়, অনেক সময় ধরে আচ্ছন্ন করে রাখে। হারার অনুভূতি আমার কাছে একদমই ভালো লাগে না। আর এটাই আপনার মধ্যে জয়ের তাড়না জিইয়ে রাখে।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি