X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ম্যানসিটি নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:২০

ম্যানসিটি নিয়ে যা বললেন মেসি স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন আছে বার্সেলোনা ছেড়ে গেলে মেসি যোগ দিতে পারেন ম্যানচেস্টার সিটিতে। তার সাবেক কোচ পেপ গার্দিওলা এখন ইংলিশ ক্লাবটির দায়িত্বে আছেন বলে কথাটা উড়িয়েও দেওয়া যায় না একেবারে। যদিও মেসি বার্সেলোনা ছাড়া কিছু ভাবছেন না এই মুহূর্তে।

বোমাটা প্রথম ফাটায় মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’। সাংবাদপত্রটির খবর ছিল, চলতি চুক্তি শেষে বার্সেলোনাকে বিদায় জানাবেন মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের চুক্তির মেয়াদ আছে ২০১৮ সালের জুন পর্যন্ত। ওই সময়টা শেষ করেই ন্যু ক্যাম্প ছাড়বেন তিনি। এও শোনা যাচ্ছিল তার নতুন ঠিকানা হতে পারে ম্যানচেস্টার সিটি। অবশ্য বার্সেলোনা ফরোয়ার্ড নিশ্চিত করেছেন, ক্লাব যতদিন চাইবে, তিনি থাকবেন ন্যু ক্যাম্পে। আর এই মুহূর্তে বার্সেলোনা ছাড়া কিছুই ভাবছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ম্যানসিটি নাকি তার জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করেছে বার্সেলোনা খবর। মঙ্গলবার ‘দ্য সান’-এর এই খবরেই আগেই ‘কোচ’ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। যেখানে প্রিমিয়ার লিগ নিয়ে তিনি বলেছেন, ‘(প্রিমিয়ার লিগ) খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গত মৌসুম তো ছিল আরও কঠিন, বুঝিয়ে দিয়েছে আগে থেকে ভবিষ্যদ্বাণী করতে পারবেন না কোনোভাবেই।’ ম্যানসিটির দায়িত্বে এখন তার সাবেক কোচ গার্দিওলা। ইংলিশ এই ক্লাবে তার যাওয়ার গুঞ্জন বাতাসে ভাসছে অনেক দিন থেকে। ইউরোর ঝনঝনানিতে গড়া দলটি গার্দিওলার অধীনে খুব একটা সুবিধা করতে পারছে না লিগে। যদিও মেসির বিশ্বাস ঠিকই সফল হবেন তার গুরু, ‘অবশ্যই গার্দিওলা ভীষণ সফল কোচ। তিনি মানিয়ে নেবেন লিগের সঙ্গে এবং সফল হবেন।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?