X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাউন্সারের লড়াই চলবে হ্যাগলি ওভালেও

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১২:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১২:৪১

ওয়েলিংটন টেস্টে শর্ট বলে দুই ইনিংসেই আঘাত পান মুশফিক ওয়েলিংটনের বেসিন রিজার্ভে না নিউজিল্যান্ড, না বাংলাদেশ- কেউই বাউন্সারে কম যায়নি। দুই দলের বোলাররাই শর্ট পিচ বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের তটস্থ করে রেখেছিল। তবে ক্ষতিটা বেশি হয়েছে বাংলাদেশের। মুশফিকুর রহিম ঘাঁড়ে আঘাত নিয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন। তাই বলে কোনও দলই ছাড় দেবে না। হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টেও চলবে বাউন্সারের এ তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

প্রথম টেস্টের শেষ দুই দিন খুব বেশি বাউন্সারের প্রতিযোগিতা চলেছে। দুই দলই মানিয়ে নেওয়ার চেষ্টা চালালেও আহত হওয়ার ঘটনা ঘটেছে দুই পক্ষেরই। চতুর্থ দিন নেইল ওয়াগনার পরপর তিনটি বাউন্সারের শিকার হন, মুখের নিচের দিকে কেটেও যায়। আর শেষ দিন তো মুশফিকের খেলাই শেষ করে দিলেন টিম সাউদি। এর আগে প্রথম ইনিংসে হাতে চোট পান মুশফিক। কিন্তু এসবে পাত্তা দিচ্ছে না দুই দল।

কিউই পেসার ট্রেন্ট বোল্ট দৃঢ়কণ্ঠে জানালেন, বোলিং কৌশলে অল্প কিছুটা পরিবর্তন আসতে পারে তাদের। কিন্তু বাউন্সারে নয়, ‘আমরা এ পদ্ধতি ব্যবহার করছি অল্প কয়েক ম্যাচ ধরে। সফলভাবে এর ব্যবহার করেছি আমরা। শর্ট পিচ বোলিং মোকাবিলায় সবসময় ভয় থাকে। তারপরও আমি নিশ্চিত দুই দলের মধ্যেই শর্ট পিচ বোলিংয়ের মানসিকতা থাকবে।’

শর্ট পিচ বলের কি মাত্রাতিরিক্ত ব্যবহার হয়েছে ওয়েলিংটনে? বোল্টের উত্তরটা ছিল কৌশলী, ‘একজন ফাস্ট বোলারের জন্য শর্ট বল মূল্যবান দক্ষতা। কেন শর্ট বল করা হয় সেটা মানুষকে বুঝতে হবে। এটা ব্যাটসম্যানকে ভয় দেখাতে এবং ক্রিজে তাদের তটস্ত রাখতে ব্যবহার করা হয়, এছাড়া ফুলার বলকেও অনেক বেশি কার্যকরী করে এটা।’

তবে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এ ধরনের বল করা উচিত নয় বলেছেন বোল্ট, ‘কাউকে আঘাত করার জন্য এ ধরনের বল ছোঁড়া অবশ্যই উচিত নয়। এটা অন্য দক্ষতাগুলোকে কার্যকরী করার জন্য ব্যবহার করতে হবে।’

বোল্ট যদি বাউন্সারে বাংলাদেশকে কাবু করার হুমকি দিয়ে থাকে তবে সেটা ভীত করছে না তামিম ইকবালকে। বাউন্সারে কোনও আপত্তি নেই ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের, ‘শর্ট বল খেলার অংশ। এনিয়ে আমার সত্যিই কোনও অভিযোগ নেই। যদি উপলব্ধি করতে পারি যে কোনও ব্যাটসম্যান বাউন্সারে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে না তাহলে আমরাও সেই কৌশল ব্যবহার করতে পারি। আবার তারা যদি মনে করে আমাদের কোনও ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যবোধ করে না তাহলে তারাও করতে পারে। এর মধ্যে কোনও খারাপ কিছু দেখি না।’ প্রথম ম্যাচে কামরুল ইসলাম রাব্বী, শুভাশীষ রায় ও তাসকিন আহমেদ বাউন্সারে ভালোই কাবু করে রেখেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা