X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুশফিক-ইমরুলের পর ছিটকে গেলেন মমিনুল

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
১৯ জানুয়ারি ২০১৭, ১২:৫৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৪:৪৬

মমিনুল হক গত বুধবার সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন মমিনুল হক চোট কাটিয়ে উঠেছেন। কিন্তু না। যদিও বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম ইকবাল শুধু মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের ছিটকে যাওয়ার কথা জানান। এর কয়েক ঘণ্টা পর আরেকটি দুঃসংবাদ এলো- বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল শতভাগ ফিট নয়। ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ খবর নিশ্চিত করেছে।

মুশফিক-ইমরুলের চোটের খবর লিখতে না লিখতেই আবার নতুন চোটের খবর! সকালে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে শুধু মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের ছিটকে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়েছিল। তখনও ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন মমিনুলের পাঁজরের ব্যথা কমেছে। তিনি ভালো আছেন এবং খেলবেন। সকালে নেটে অনুশীলনও করেন মমিনুল। কিন্তু অনুশীলন থেকে ফেরার সময় তাকে দুর্বল দেখাচ্ছিল। চুপচাপ মমিনুলকে কিন্তু বরাবরই এমনই দেখায়।

কিন্তু বিকেলে বিসিবির পক্ষে জানানো হলো মমিনুলের পাঁজরের ব্যথা বেড়েছে। অতএব তিনিও খেলবেন না। ২০১৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম কোনও টেস্ট খেলবেন না মমিনুল।

তার ছিটকে যাওয়ার খবরে দলের বহরে থাকা রিজার্ভ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্রাইস্টচার্চ টেস্টের একাদশ জানানো না হলেও মমিনুলের জায়গায় নাজমুলই যে খেলবেন সেই ধারণা দেওয়া হয়েছে। তিনি খেললে ক্রাইস্টচার্চ টেস্টে নুরুল হাসান সোহানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট অভিষেক হবে তারও।  অর্থাৎ ওয়েলিংটন টেস্টে খেলা দলের তিনটি পরিবর্তন নিয়ে ক্রাইস্টচার্চে নামবে সফরকারীরা। তিনটি পরিবর্তনগুলো হলো- সৌম্য সরকার, নুরুল হাসান সোহান এবং নাজমুল হাসান শান্ত।

চোটে জর্জরিত হওয়ায় এখন বাংলাদেশের সেরা একাদশ সাজানো নিয়েই বিপদে টিম ম্যানেজমেন্ট। আগেই জানা গিয়েছিল ইমরুল ও মুশফিকের জায়গায় খেলানো হবে সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানকে। ইমরুলের জায়গায় প্রথমবার টেস্টে ওপেনিং করবেন সৌম্য এবং মুশফিকের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন নুরুল। আর এবার মমিনুল ছিটকে যাওয়ায় তার ফাঁকা জায়গা পূরণে ডাক পেয়েছেন নাজমুল হাসান শান্তকে।

যদি সব ঠিক থাকে তাহলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দুইজন খেলোয়াড়ের অভিষেক হবে। ওয়েলিংটনে প্রথমবার টেস্ট ক্যাপ পান তাসকিন আহমেদ ও শুভাশীষ রায়। আর এবার সেই মর্যাদাপূর্ণ ক্যাপ মাথায় উঠতে পারে নুরুল ও নাজমুলের।

/এফএইচএম/





সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা