X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হঠাৎ পাওয়া অধিনায়কত্বে চাপে নেই তামিম

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
১৯ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বৃহস্পতিবার অনুশীলনে মুশফিক আর আসেননি। উইকেট দেখে এসে তামিমও চলে আসেন মিডিয়া ব্রিফিং কক্ষে। সেখানেই তার ঘোষণা- ‘আমিই অধিনায়ক।’

দিনের শুরুটা দেখেই নাকি বোঝা যায় কেমন যাবে সারাটা দিন! বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মাঠেও এর প্রমাণ দেখা গেছে। অনুশীলনের জন্যে মাঠে এসেই বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে উইকেট দেখতে চলে গেলেন সহঅধিনায়ক তামিম ইকবাল। এ কাজটি এর আগে প্রতিদিন করতেন অধিনায়ক মুশফিকুর রহিম। চোটের কারণে তিনি ক্রাইস্টচার্চ টেস্ট খেলছেন না এটা মোটামুটি জানাজানি হয়ে গেলেও বুধবার বৃষ্টিভেজা দিনে মাঠে এসে হাথুরুসিংহেকে নিয়ে উইকেট দেখতে চলে যান মুশফিক। তামিম তাদের পিছু পিছু যান। মুশফিকের চোটতো হাতে, পায়ে না সেই কারণে তার হাঁটাচলায় বোঝার উপায় ছিল না যে তিনি সত্যি সত্যি আর ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন না। সাংবাদিকরাও কিছুটা বিভ্রান্ত হন। কারণ মুশফিক চোট নিয়ে বা চোট লুকিয়ে কীভাবে দেশের জন্যে খেলেন তা জানেন সবাই। তবে বুধবার মাঠ থেকে বের হওয়ার সময় ক্যামেরা দেখে তিনি যখন মুখে হাত দিয়ে নিজেকে কিছুটা আড়াল করতে চান তখনই বোঝা গেছে কী হতে চলেছে।

বৃহস্পতিবার অনুশীলনে মুশফিক আর আসেননি। উইকেট দেখে এসে তামিমও চলে আসেন মিডিয়া ব্রিফিং কক্ষে। সেখানেই তার ঘোষণা- ‘আমিই অধিনায়ক।’ অনেক দিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন তামিম। ক্রিকেট সাংবাদিকতা যারা করেন তাদের প্রায় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই ৯ বছর পর হঠাৎ মুশফিক অধিনায়ক নেই সেই কথার চাইতে অধিনায়ক তামিম কেমন হবেন সেটা নিয়ে শুরু হয় একের পর এক প্রশ্ন।

এটাকে হঠাৎ বাড়তি চাপ মনে করছেন তামিম? সোজা কথাটা সোজা বলতে অভ্যস্ত তামিম এ নিয়ে কোন লুকোচুরি করলেন না। উত্তরটা দিলেন সোজাসাপ্টাই, ‘নাহ!’ অধিনায়কের হঠাৎ দায়িত্বপ্রাপ্তিকে তিনি নিজের ওপর বাড়তি চাপ মনে করেন না। তামিম এরসঙ্গে যোগ করে বলেন, ‘অধিনায়কের অবর্তমানে দায়িত্ব নেওয়ার জন্যে দলে একজনকে সহঅধিনায়ক করা হয়। আমার দায়িত্ব যদি আমি ঠিকমতো পালন করতে পারি তাহলে সেটা দলের জন্যে ভালো হবে। আমার জন্যেও ভালো হবে।  আমার নিজের কিছু পরিকল্পনা আছে। আমার পরিকল্পনা হয়তো সব সময় কাজ করে না। কোনও কোনও ক্ষেত্রে ব্যর্থ হয়। আমার ইচ্ছা লক্ষ্য ঠিক থাকলে সেই মতো কাজ করতে পারলেই আমি খুশি হব।’

এই সুযোগ কি ভবিষ্যতে তামিমকে দলের অধিনায়ক হওয়ার সুযোগ তৈরি করবে? আবারও সোজা জবাব, ‘অবশ্যই। এটি একটি বড় সুযোগ।’ তামিম বলেন, ‘ব্যক্তি হিসেবে আমি যেমন, আমি যেভাবে অধিনায়কত্ব করতে পছন্দ করি সেভাবে আমার পরিকল্পনা ঠিকমতো কাজ করলে কিছুদিন তা চমৎকার কিছু মনে হবে। আবার এটা অন্যদিকেও যেতে পারে। আমি ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের যে সুযোগ পেয়েছি এটাও আমার জন্যে শিক্ষণীয় হবে। আমি যে রকম মানসিকতার মানুষ আমি সেভাবে ব্যাটিং করতে পছন্দ করি এক্ষেত্রেও আমি ইতিবাচক অধিনায়কত্বের চেষ্টা করব।’

ওয়েলিংটনে খেলার মাঝপথে তামিমকে অধিনায়কের দায়িত্ব নিতে হয়েছে। এরপর থেকে তিনি অধিনায়কত্বের জন্যে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন। এখন পুরোপুরি দায়িত্ব পেয়েছেন। কোনটা তার জন্য বেশি স্বস্তির জানতে চাইলে বলেন, ‘আপনি যখন খেলার মাঝখানে অধিনায়ক হয়ে যান তখন হয়তো আপনি সেভাবে পরিকল্পনা সাজাতে পারেন না। যখন মনে জানবেন আপনি পরবর্তী ম্যাচে অধিনায়ক হবেন তখন কাজটা একটু সহজ হয়ে যায়। খেলা শুরুর আগে টিম মিটিংয়ে আমরা যে বিষয়গুলো পরিকল্পনাগুলো  করছি এবং যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছি সেগুলো যদি মাঠে আমরা কার্যকর করাতে পারি তাহলেতো ভালোই।’ দলে

দলের বাকিদের সহযোগিতা কামনা করলেন তামিম, ‘এক্ষেত্রে টিমের সদস্যদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আমি হয়তো বোলারকে এক পরিকল্পনায় বল করতে বললাম, আর  বোলাররা বল করল আরেক পরিকল্পনায়, সেটা দেখতেও খারাপ দেখায়। আমরা দলের সদস্য সবাই যদি এক পথে হাঁটি তাহলে আমার কাজটি অনেক সহজ হয়ে যাবে। আমার সঙ্গে যে ১০ জন থাকবে সহজ হয়ে যাবে তাদের কাজও।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা