X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টেস্ট দিয়েই স্বপ্ন পূরণ নাজমুলের

রবিউল ইসলাম
২০ জানুয়ারি ২০১৭, ০৪:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৪:৩৩

নাজমুল হোসেন শান্ত পরিশ্রমী ক্রিকেটার হিসেবে নামডাক আছে নাজমুল হোসেন শান্তর। দ্রুত শেখার ক্ষমতাও অসাধারণ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বেজায় ভক্ত নাজমুল। তার হাতেই পেয়েছেন টেস্ট ক্যাপটি। যুগের সঙ্গে তাল মিলিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারদর্শী নাজমুল কিছুটা মুখচোরা স্বভাবের। যদিও বন্ধুদের সঙ্গে দুষ্টুমিতে জুড়ি নেই তার। শুক্রবার কিউইদের বিপক্ষে তরুণ এই ক্রিকেটারের সাদা পোষাকে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সেই।

গত বছর ঘরের মাঠে যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান করে জাতীয় দলে ঢোকার রাস্তাটা তৈরি করে রাখতে চান- বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত এমনটাই জানিয়েছিলেন। তার স্বপ্ন ছিল অন্তত ২-৩ বছরের মধ্যে জাতীয় দলে সুযোগ পাওয়া।

টুর্নামেন্টে সর্বোচ্চ সংগ্রাহক না হলেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করে এক বছরের মাথাতেই জাতীয় দলে সুযোগ করে নিলেন তিনি। শুক্রবার ক্রাইস্টাচার্চে কিউইদের বিপক্ষে হ্যাগলি ওভালে সাদা পোষাকে অভিষেক হয়ে গেল নাজমুলের।

অথচ নিউজিল্যান্ড গিয়েছিলেন ডেভল্যাপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে। ওখানে তার কোনও ম্যাচই খেলার কথা ছিল না। কিন্তু মমিনুলের ইনজুরি শেষ পর্যন্ত ভাগ্য খুলে দিল তার।

বাংলাদেশের হয়ে দুটি যুব বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা শান্ত  ক্রাইস্টাচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে কেমন করেন- এটাই এখন দেখার বিষয়।

বয়সভিত্তিক ক্রিকেট খেলেই উঠে এসেছেন তরুণ এই ব্যাটিং অলরাউন্ডার। গত যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মেহেদী হাসান মিরাজের ডেপুটি হিসেবে দায়িত্বও পালন করেছেন যুব বিশ্বকাপে। যুব বিশ্বকাপের পর ফের দুই বন্ধুর এক সঙ্গে মাঠে নামা হচ্ছে ক্রাইস্টচার্চে। আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুলের চেয়ে ঢের অভিজ্ঞ মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে জয়ের নায়ক মিরাজ খেলে ফেলেছেন তিনটি টেস্ট।

ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে ক্রিকেট দীক্ষা শুরু করা নাজমুল ওখান থেকেই খেলেন অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট। জেলার হয়ে খেলা শেষ করে সুযোগ পান বিভাগীয় দলে। ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে ডাক পান এই ওপেনার কাম অফস্পিনার। ছিলেন অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পেও। সেখান থেকে কোনও ম্যাচ না খেলেই প্রমোশন হয় অনূর্ধ্ব-১৯ দলে।

প্রতিভাবান ক্রিকেটার বলে প্রথমবারের মতো সুযোগ পেয়ে যান গত মৌসুমের এইচপি ক্যাম্পে। নাজমুলকে এইচপি ক্যাম্পে সুযোগ দিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, ‘এমন কিছু ক্রিকেটারকে আমরা ক্যাম্পে রেখেছি; যাদের হয়ত বছরখানেক পর জাতীয় দলের জন্য ভাবব।’

প্রসঙ্গত, বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা নাজমুল অনূর্ধ্ব-১৯ দলের হয়েই খেলেছেন ৫৮টি ম্যাচ। যেখানে সব দেশের যু্বাদের ছাড়িয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি তার দখলে। এজন্য অবশ্য অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ৫৮টি ম্যাচও খেলতে হয়েছে। এই ম্যাচ খেলে ৩৭.৩১ গড়ে ২ সেঞ্চুরি ও ১২ হাফসেঞ্চুরিতে নাজমুল হোসেন শান্ত করেছেন রেকর্ড ১ হাজার ৮২০ রান। গত বছর যুব বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে ২৫৯ রান করেছিলেন তিনি।

বিপিএল চতুর্থ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১২ ম্যাচে ১৮০ রান করেছিলেন এই তরুণ। ১২টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে দুই সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে তার রান ৭৫৫। এছাড়া ৩১ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে চার হাফসেঞ্চুরিতে ৭৭৮ রান সংগ্রহ করেছেন নাজমুল।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা