X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উদ্বোধনীতে নেমেই সৌম্যর প্রথম হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ০৬:১৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৭:২৩

সৌম্য সরকার ফতুল্লায় ভারতের বিপক্ষে দেড় বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর বাংলাদেশ আরও পাঁচটি টেস্ট খেললেও কোনোটাতেই একাদশে ছিলেন না তিনি।

তবে শুক্রবার ইমরুল কায়েসের ইনজুরিতে ভাগ্য খোলে সৌম্যর। ক্রাইস্টাচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন তিনি। ইতোমধ্যেই করে ফেলেছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।

২০১৫ সালের জুনে ফতুল্লা টেস্টে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে ৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ৩ টেস্টের ক্যারিয়ারে ওটাই ছিল সৌম্যর সেরা সংগ্রহ। শুক্রবার ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলতে নেমে প্রথম হাফসেঞ্চুরি দেখা পেয়েছেন ভয় ডরহীন ক্রিকেট খেলে নাম কুড়ানো সৌম্য।

কিউই পেসার গ্রান্ডহোমের বলে স্ট্রেইট ড্রাইভে চার মেরে প্রথম হাফসেঞ্চুরিটা তুলে নেন তিনি। ৫৪ বলে ৬ চারে দ্রুতগতিতে তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৮৬ রান করে বোল্টের বলে গ্রান্ডহোমের দুর্দান্ত ক্যাচে ফিরে যান সৌম্য। ১০৪ বলে ১১ চারে সৌম্য তার ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছেন।

গত দেড় বছর ধরেই সৌম্য তার সেরা ফর্মে নেই। তারপরও টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখছিলেন সুদিনের প্রত্যাশায়। সেই আস্থার প্রতিদান পুরোপুরি দিতে না পারলেও চলতি সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে কিছুটা পেরেছিলেন। দুটি ম্যাচে ৩৯ ও ৪২ রানের ইনিংস খেলে বাজে ফর্মের বৃত্ত ভাঙার চেষ্টা করেন সৌম্য।

মুশফিকের ইনজুরিতে ওয়েলিংটন টেস্টের পুরোটা সময় কিপিং করে গেছেন ইমরুল। আর তাতেই ঊরুতে চাপ পড়ে ইমরুলের। তার অবস্থার উন্নতি না হওয়ায় ক্রাইস্টচার্চে তামিমের উদ্বোধনী জুটিতে সঙ্গী হচ্ছেন সৌম্য। এর আগে ৭ নম্বরে ব্যাটিং করলেও এই প্রথম ওপেনিংয়ে ব্যাটিং করেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। প্রথমবারের মতো ওপেনিংয়ে ব্যাটিং করে সফল সৌম্য!

প্রসঙ্গত, ২০১‌৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে অভিষেক হয় সৌম্যর। সেই ম্যাচে দুই ইনিংসে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ৩৩ রানের দুটি ইনিংস। দুটি ইনিংসেই সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি। তবে তার ব্যাটে দেখা মিলেছিল দারুণ সব শটের।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!