X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে হ্যাডলির পরামর্শ

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২০ জানুয়ারি ২০১৭, ০৯:১৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৯:১৮



রিচার্ড হ্যাডলি স্যার রিচার্ড হ্যাডলি। টেস্ট ক্রিকেট ইতিহাসের একজন সেরা অলরাউন্ডার। শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশের একদল সাংবাদিকের সঙ্গে দেখা হতেই ক্রিকেটের বিষয়ে নানা কথা বলেন। বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে তিনি মুগ্ধ।

বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে এই ক্রিকেট গ্রেট বলেন, ‘বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট ভালো খেলে। কিন্তু ক্রিকেটে উন্নতি করতে চাইলে এ দলটিকে বেশি বেশি টেস্ট ক্রিকেট খেলতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ বড় দলগুলোর সঙ্গে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে।’ বাংলাদেশ দলকে তাড়াহুড়ো না করতে পরামর্শ দেন হ্যাডলি। তার মতে তাড়াহুড়োয় অন্তত টেস্ট ক্রিকেটে উন্নতি হয় না। প্রথম টেস্ট ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে যে ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে সেটা মনে করিয়ে দেন তিনি।

হ্যাডলির বিশ্বাস, ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ টেস্ট ক্রিকেট সম্পর্কে মূল্যবান শিক্ষা পেয়েছে, ‘প্রথম ইনিংসে দলটি রেকর্ড সৃষ্টি করে এত ভালো খেলেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখা গেল পুরো উল্টো। অনর্থক বাজে শট খেলা, প্রতিপক্ষকে উইকেট উপহার দেওয়া এভাবে করতে করতে তারা দরজা খুলে দিয়েছে নিউজিল্যান্ডের জন্যে।’ এজন্য বাংলাদেশ দলের সামর্থ্যহীনতাকে নয়, বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারার সুযোগের অভাবকে দায়ি করেন হ্যাডলি।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের জন্যে একটি উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করে হ্যাডলি বলেন, ‘বাংলাদেশ এরকম যত বড় দলের বিপক্ষে খেলবে তত দলটি অভিজ্ঞ হবে।’ বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দলগুলো বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে না এরজন্যে আক্ষেপ করেন হ্যাডলি। তার কথা এ দলগুলো অবহেলিত। 

বাংলাদেশ দলকে উন্নতি করতে হলে পেস বোলিং বিভাগকে আরও সমৃদ্ধ করতে হবে বললেন হ্যাডলি। যদিও বাংলাদেশের পেসারদের সম্পর্কে খুব ভালো ধারণা নেই স্বীকার করেছেন তিনি, ‘স্কোয়াডে তৈরি রাখতে হবে ৬ থেকে ৭ জন পেস বোলারকে। যাতে করে দলের চোটসহ নানা সমস্যায় সেখান থেকে প্রয়োজনীয় যোগান পাওয়া যায়।’ টেস্ট বোলিংয়ে বিভিন্ন দলের পর্যাপ্ত অনুশীলন ও প্রস্তুতির উল্লেখ করে তিনি বলেন, ‘ধরা যাক অনুশীলনে একজন বোলারকে দিয়ে বল করানো হয়েছে ৩৬টি। পরের দিন দেখা গেল তাকে দিয়েই ১৩৬টি বল করানো হচ্ছে। এতে করে ওই খেলোয়াড়ের ওপর খুব বেশি চাপ পড়ছে। তার কাছ থেকে ভালো অবদান পাওয়া যাচ্ছে না।’ খেলোয়াড়দের টেকনিকের পাশাপাশি শারীরিক সামর্থ্য বাড়ানোর বিষয়টিকেও গুরুত্ব দেন স্যার রিচার্ড হ্যাডলি।

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি